আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মহারাষ্ট্রের থানে শহরের এক বহুতল ভবনের ঝুলন্ত ক্র্যাডল লিফটে আটকা পড়ে এক শ্রমিক। দীর্ঘ ১৫ ঘন্টা পর নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার খবর প্রকাশ পায়৷ সূত্রে জানা গিয়েছে শ্রমিকের বয়স ৩৯ বছর৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মাজিওয়াড়া এলাকার এক বহুতলে এই দুর্ঘটনা ঘটে৷ একটি পেট্রোল পাম্পের বিপরীতে অবস্থিত এই বহুতলের ২১ তলায় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে আটকা পড়েন ওই শ্রমিক। কলকাতার বাসিন্দা তিনি৷ নির্মাণস্থল থেকে খবর পাওয়ার পর ৯ জুলাই ভোররাতে ফায়ার স্টেশন দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রে ঘটনাটি জানায়। ভোর ৪টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছয়। 

খবর অনুসারে, ঘটনার দিন বিদ্যুৎ কর্মীরা ধর্মঘটে থাকায় সাহায্য পৌঁছতে দেরি হয়। তাৎক্ষণিকভাবে দুজন কর্মী মোতায়েন করা হয় বলে জানা গিয়েছে। এক সাইট ইঞ্জিনিয়ারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল বলে জানা গিয়েছে৷ 

ঘটনার জেরে ৩০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে একটি জেনারেটর আনা হয়। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) দল, পুলিশ, দমকল বাহিনী, বিদ্যুৎ কোম্পানির কর্মী এবং জেনারেটর ক্রুদের সমন্বিত প্রচেষ্টায় ভোর ৬ টা নাগাদ অবশেষে আটকে পড়া শ্রমিককে নিরাপদে নামিয়ে আনা হয়৷