নিতাই দে, আগরতলা: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ তথা (TTADC) নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক বিজেপি দলের শরিক দল তিপ্রা মথা ও বিজেপি দলের মধ্যে সংঘর্ষের চিত্র দেখা যাচ্ছে। গত বেশ কয়েকদিন ধরে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের হেড কোয়ার্টার খুমুলুঙ সহ স্বশাসিত জেলা পরিষদের বিভিন্ন এলাকায় শরিক দল বিজেপি এবং তিপ্রা মথার মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। দুই দলের পার্টি অফিসেই অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। কর্মীদের উপর আক্রমণ তো আছেই। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আক্রান্ত কর্মীদের সঙ্গে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা নাম না করে এই ঘটনার জন্য তিপ্রা মথাকে দায়ী করেন। তিনি আরও জানান, পুলিশ পুলিশের কাজ করবে। আইন আইনের কাজ করবে। ঘটনাস্থল পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ স্থানীয় নেতৃত্বরা। 


অন্যদিকে শুক্রবার বিকেলে শরিক দল তিপ্রা মথার মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়কা স্বপ্না দেববর্মা, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা তিপ্রা মথা দলের আক্রান্ত পার্টি অফিস পরিদর্শন ও আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী অনিমেষ দেববর্মা অভিযোগের আঙুল তোলেন পুলিশের দিকে। তাঁর দাবি, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিলে এই ঘটনা হয় না। মন্ত্রীর দাবি, তিপ্রা মথার হাতে ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর দেওয়া হলে তিন মাসের মধ্যে এই ঘটনা বন্ধ হয়ে যাবে। এই ঘটনার পর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টারে (TTADC) প্রচুর পরিমাণে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি থমথমে।