আজকাল ওয়েবডেস্ক: চলতি বছর জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানা, গণেশের আরাধনায় মেতে উঠেছে গোটা দেশ। আড়ম্বরে একটুও ফাঁকি দেননি কেউ। বিশাল বিশাল গণেশ মূর্তি দর্শন, তার আরাধনা, আলোর রোশনাই, নাচ-গানের মধ্যেই দিয়ে উদযাপনে সামিল সকলেই। এত আড়ম্বরের মধ্যেই বিশেষভাবে নজর কাড়ল ছোট্ট একটি গণেশ মূর্তি। তাও আবার পান পাতার তৈরি!
শনিবার গণেশ চতুর্থী উপলক্ষে পান পাতার তৈরি ছোট্ট গণেশ মূর্তি তৈরি করে চমকে দিলেন তেলেঙ্গানার এক শিল্পী। শিল্পীর নাম, গুরা দয়া কুমার। শিল্পীর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ডেও রয়েছে। ছোট্ট ওই গণেশ মূর্তিটি শুধুমাত্র কয়েকটি পান পাতা দিয়ে তৈরি করেছেন তিনি। পান পাতার তৈরি ছোট্ট গণেশ মূর্তি বানিয়ে আবারও সাড়া ফেললেন এই শিল্পী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গণেশ চতুর্থীতে তেলেঙ্গানার জাগতিয়াল জেলায় পান পাতার তৈরি গণেশ মূর্তি দেখার জন্য রীতিমতো ভিড় জমেছে। শিল্পীর প্রশংসাতেও পঞ্চমুখ সকলে। শিল্পী গুরা জানিয়েছেন, পান পাতা দিয়ে গণেশ মূর্তি তৈরি করতে তাঁর দশ ঘণ্টা সময় লেগেছে। অবশেষে একটানা এত ঘণ্টার পরিশ্রম সার্থক। যেভাবে মানুষ এটির প্রশংসা করছেন, তাতেই খুশি তিনি।
তেলেঙ্গানার শিল্পী আরও জানিয়েছেন, গণেশ চতুর্থীতে পুজোর সময় দূর্বার পাশাপাশি পান পাতাও নিবেদন করা হয়। সৌভাগ্য ফেরাতে পুজোর কাজে পান পাতা ব্যবহারের চল বহু যুগের। সেই পান পাতা দিয়ে গণেশ মূর্তি বানাতে পেরে তিনিও যারপরনাই খুশি।
