আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ডাকাতি ও খুনের মামলায় তিন নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তারা মোবাইল ফোন চুরি করে এক ব্যক্তির । তারপর তাঁর অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রুখতে গেলে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্যক্তিকে৷ ঘটনা জানাজানি হতেই হুলুস্থুল চারিদিকে ।
সূত্রের খবর, দিল্লিতে ১০ জুন ঘটনাটি ঘটে৷ দীপ চাঁদ বন্ধু হাসপাতালে অমিত কুমার নামে ওই ব্যক্তি ভর্তি ছিলেন। তখনই জানতে পারে পুলিশ৷ ছুরির আঘাতে প্রায় অর্ধমৃত অবস্থায় আনা হয় ব্যক্তিকে৷ ঘটনার জেরে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। অভিযুক্ত বালকদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অপরাধের অস্ত্র -একটি ছুরি, মৃতের মানিব্যাগ এবং পরিচয়পত্র উদ্ধার করা হয়।
অশোক বিহার থানা পুলিশ অপরাধস্থলের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। স্থানীয় গোয়েন্দা নিযুক্ত করা হয় এবং আরও তথ্য সংগ্রহের জন্য সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা হয়৷ নিরন্তর চেষ্টার পর অবশেষে মূল অভিযুক্ত চিহ্নিত করা গেছে।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, ওই তিন বালক এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। জানা যায়, প্রথমে ওই ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। প্রতিরোধ করলে তারা তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর মোবাইল ফোন এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের কাছ থেকে একটি ছুরি, মৃতের মানিব্যাগ ও পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
