আজকাল ওয়েবডেস্ক: ৯ অক্টোবর প্রয়াত হয়েছিলেন ভারতের বিশিষ্ট শিল্পপতি রতন টাটা। তবে তারপর থেমে থাকেনি টাটা গ্রুপের কাজ। এবার টাটা গ্রুপের বিরাট প্রাপ্তি। ভারতের প্রথম প্রতিষ্ঠান হিসাবে টাটা গ্রুপ স্টিলের পাইপ তৈরি করল যে পাইপ দিয়ে হাইড্রোজেন চলাচল করবে। ভারত বর্তমানে হাইড্রোজেন মিশন নিয়ে কাজ করছে। তার মধ্যে টাটা গ্রুপের এই নতুন দিক দেশকে ফের একবার নতুন দিক দেখাবে।


টাটার কলিঙ্গনগর প্ল্যাট থেকে তৈরি করা হয়েছে এই স্টিলের পাইপ। সমস্ত ধরণের পরীক্ষা করার পর দেখা গিয়েছে এই স্টিল পাইপ হাইড্রোজেন পরিবহনের উপযোগী। আগামীদিনে দেশের কাজে যাতে এই পাইপ ব্যবহার করা যায় সেদিকে এবার নজর থাকবে টাটা গ্রুপের। 


এই স্টিল পাইপকে এমনভাবে তৈরি করা হয়েছে যে উচ্চতর তাপমাত্রা এর মধ্যে দিয়ে প্রবাহিত হলেও তার কোনও প্রভাব পড়বে না। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই পাইপ তৈরিতে খরচও হয়েছে বেশষ কম। ফলে যদি আগামীদিনে এর প্রচুর ব্যবহার করা হয় তাহলেও এটি অক্ষত থাকবে। 

 


২০২৪ সালে টাটা স্টিল দেশের প্রথম স্টিল কোম্পানি হিসাবে নিজের নাম নথিভুক্ত করে যার মধ্যে দিয়ে হাইড্রোজেন যেতে পারবে। এই কাজে টাটা স্টিলকে সহায়তা করেছে ইটালির একটি প্রতিষ্ঠান। নতুন তৈরি হওয়া হাইড্রোজেন এপিআই এক্স ৬৫ গ্রেডে তৈরি করা হয়েছে। এর মধ্যে দিয়ে ১০০ শতাংশ বিশুদ্ধ হাইড্রোজেন চলাচলে কোনও অসুবিধা হবে না। 

 


টাটা স্টিলের মার্কেটিং এবং সেলসের ভাইস প্রেসিডেন্ট প্রভাত কুমার জানিয়েছে, টাটা স্টিল সর্বদাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে। সেই কাজই ফের আরও গতি পেল। এই নতুন সফলতার ফলে ভারত নিজের দেশে হাইড্রোজেন গ্যাস নিয়ে আসতে পারবে অতি সহজেই। সেখানে কোনও ধরণের অসুবিধা হবে না। 


৯ অক্টোবর টাটা গ্রুপের প্রধান রতন টাটা প্রয়াত হয়েছিলেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর মৃত্যুর পর তার ভাই নোয়েল টাকা টাটা গ্রুপের দায়িত্ব সামলেছেন।