আজকাল ওয়েবডেস্ক: আলোর উৎসবে রাজ্যজুড়ে বিষাদের ছায়া। আনন্দঘন মুহূর্ত উদযাপন করতে গিয়ে ঘটল পরপর বিপত্তি। একদিনে ১৫০টির বেশি অগ্নিকাণ্ড। বাজি পোড়াতে গিয়ে আহত হয়েছেন ৫০০-র বেশি মানুষ। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে এক নাবালক। দীপাবলির আবহে তোলপাড় তামিলনাড়ু।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দীপাবলিতে তামিলনাড়ুতে ১৫০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুধুমাত্র চেন্নাইয়ে ৪৮টি অগ্নিকাণ্ড ঘটেছে। রাজ্যের বিভিন্ন এলাকা মিলিয়ে আরও ১০২টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে। বাজি পোড়াতে গিয়ে মোট ৫৪৪ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে শুধুমাত্র চেন্নাইয়ে ৯৫ জন আহত হয়েছেন।
দীপাবলিতে বাজি ফাটাতে রামেশ্বরমের এক ১২ বছরের নাবালকের মৃত্যু হয়েছে। আতশবাজি ফাটাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় সে। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তার।
তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত দুইবছরের তুলনায় অগ্নিকাণ্ড এবং বাজি ফাটাতে গিয়ে আহতের সংখ্যা তুলনামূলক অনেক কম। গতবছর, ২০২৩ সালে তামিলনাড়ুতে দীপাবলিতে ২৫৪টি অগ্নিকাণ্ড ঘটেছিল। গোটা রাজ্যে আহত হয়েছিলেন ৭৯৪ জন। ২০২২ সালে দীপাবলিতে ৩৩৬টি অগ্নিকাণ্ড ঘটেছিল। আহত হয়েছিলেন ১,৩১৭ জন। যদিও ২০২২ সালে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।
