আজকাল ওয়েবডেস্ক: মুম্বাই পুলিশ শনিবার জানিয়েছে, ২৬/১১ মুম্বাই সন্ত্রাসবাদী হামলার মূল ষড়যন্ত্রকারী তাহাওয়ুর রানা তদন্তে সহযোগিতা করছেন না এবং এড়িয়ে যাওয়ার উত্তর দিচ্ছেন। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দিল্লিতে এনআইএ দপ্তরে আট ঘণ্টা ধরে রানাকে জিজ্ঞাসাবাদ করে।
রানা, যিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন চিকিৎসক এবং কানাডার নাগরিক, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে এনআইএর হেফাজতে থাকা রানাকে লস্কর-ই-তৈবা ও আইএসআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হচ্ছে।
তদন্তকারীরা জানিয়েছেন, রানা হামলার তিন বছরের পরিকল্পনা ও যোগাযোগের বিষয়ে 'স্মৃতি হারানোর' অজুহাত দিচ্ছেন।
২০০৮ সালের ভয়াবহ মুম্বাই হামলার জন্য রানার প্রত্যর্পণ ভারত সরকারের বিচারের প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে বিবেচিত হচ্ছে।
