আজকাল ওয়েবডেস্ক: ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার মূল ষড়যন্ত্রকারী তাহাওয়ুর হুসেইন রানাকে একটি বিশেষ বিমানে করে আজ ভারতে আনা হয়েছে। আমেরিকা থেকে তাঁর প্রত্যার্পণ হয়েছে, যা ভারতের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ বিমানে দিল্লির পালম টেকনিক্যাল এয়ারপোর্টে অবতরণের পর তাঁকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বিশেষ জেরা করার ঘর প্রস্তুত করা হয়েছে।
রানাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে তিহার জেলে রাখা হবে বলে জানা গেছে। দিল্লি পুলিশ স্পেশাল সেল ও SWAT কমান্ডোদের কড়া নিরাপত্তায় তাঁর যাতায়াত ও হেফাজতের ব্যবস্থা করা হয়েছে।
এই মামলায় এনআই-এর হয়ে বিচারপ্রক্রিয়া পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী নরেন্দ্র মান।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর, ১০ জন পাকিস্তানি জঙ্গি মুম্বই শহরে একাধিক জায়গায় সন্ত্রাস চালিয়ে ১৬৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছিল। সেই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী রানার বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের মামলা অবশেষে এখন দেশে বিচারাধীন।
