আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান মহম্মদ ইউসুফ শাহ ওরফে সাইয়েদ সালাউদ্দিনকে শুক্রবার শ্রীনগরের বিশেষ এনআইএ আদালত ঘোষিত পলাতক হিসেবে ঘোষণা করেছে। ভারতের অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন, তথা Unlawful Activities (Prevention) Act - UA(P)A ও জম্মু-কাশ্মীরের রনবীর দণ্ডবিধি (Ranbir Penal Code) অনুযায়ী তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।
বাডগামের সোয়িবুঘ গ্রামের বাসিন্দা সালাউদ্দিনের বিরুদ্ধে শ্রীনগরের জাকুরা থানায় দায়ের করা চার্জশিটে বলা হয়েছে, তিনি UA(P)A-এর ১৩ ও ১৮ নম্বর ধারায় এবং RPC-এর ৫০৫ নম্বর ধারায় দণ্ডনীয় অপরাধ করেছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তিনি ইচ্ছাকৃতভাবে আত্মগোপনে রয়েছেন, যাতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলিকে এড়িয়ে যেতে পারেন। এই পরিস্থিতিতে, বিশেষ আদালত Code of Criminal Procedure (CrPC)-এর ৮২ ও ৮৩ ধারায় পলাতক ঘোষণার পাশাপাশি তার সম্পত্তি বাজেয়াপ্তির আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে যদি সে ৩০ আগস্টের মধ্যে আদালতে হাজির না হয়।
আরও পড়ুন: ২৬ জুলাই কারগিল বিজয় দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, দেশজুড়ে বীর শহীদদের স্মরণে অনুষ্ঠান
শ্রীনগর পুলিশ জানিয়েছে, সালাউদ্দিনের বিরুদ্ধে তদন্ত চলাকালীন তার বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে সক্রিয়ভাবে যুক্ত থাকার, হিংসা ও রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়ানোর এবং কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে উসকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে জারি হওয়া চ্যালানের ভিত্তিতে আদালত এদিন তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছে। এনআইএ আদালতের পক্ষ থেকে প্রকাশ্যে প্রোক্লেমেশন (ঘোষণা) জারি করে বলা হয়েছে, সালাউদ্দিনকে আগামী ৩০ আগস্টের মধ্যে শ্রীনগরের আদালতে হাজিরা দিতে হবে। এই নির্দেশ লঙ্ঘন করলে CrPC-র সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে শ্রীনগর পুলিশ বলেছে, কেউ যদি সালাউদ্দিনের অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানেন, তবে তা দ্রুততম সময়ে পুলিশের কাছে জানাতে অনুরোধ করা হচ্ছে। এর মাধ্যমে দেশের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা করা সম্ভব হবে। মহম্মদ ইউসুফ শাহ ওরফে সাইয়েদ সালাউদ্দিন দীর্ঘদিন ধরেই পাকিস্তানে অবস্থান করছেন এবং ভারতবিরোধী জঙ্গি কার্যকলাপে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (NIA)-এর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।
