আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালেই জানা যায়, মহারাষ্ট্রের উপকূলে সন্দেহজনক বোটের উপস্থিতি। রেভদান্ডায় কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে নিরাপত্তা কর্মীরা রহস্যজনক নৌকাটি দেখতে পান বলে একজন কর্মকর্তা জানান। সূত্রের খবর, রবিবার রাতে ওই নৌকার অবস্থান স্পষ্ট হয়। ভারতীয় নৌবাহিনীর রাডারে ওই নৌকাকে লক্ষ করা যায়। 


কিন্তু প্রাথমিকভাবে বোঝা যায়, ওই নৌকা এই দেশের নয়। ওই নৌকায় অন্য দেশের চিহ্ন রয়েছে বলে জানা যায়। তারপরেই জোরদার করা হয় ওই এলাকার নিরাপত্তা। রায়গড় পুলিশ, বোমা সনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিডিএস), কুইক রেসপন্স টিম (কিউআরটি), নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাথমিভবে ভারী বৃষ্টির কারণে ওই নৌকার কাছে পৌঁছনো যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আগে থেকেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে কয়েকঘণ্টায়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওটি পাকিস্তানের মাছ ধরার কোনও নৌকা, সূত্রের খবর তেমনটাই। তবে নৌকা পর্যন্ত না পৌঁছনোর আগে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। নৌকা আটক করে তথ্য সংগ্রহের চেষ্টা করবেন আধিকারিকরা।