আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর রাজ্য পরিচালিত আবগারি বিপণন সংস্থা TASMAC-এর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্ত ও তল্লাশি অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি বি আর গাভাই-এর নেতৃত্বাধীন বেঞ্চ ইডি-র ভূমিকাকে “সাংবিধানিক কাঠামোর লঙ্ঘন” এবং “সীমা ছাড়ানো” বলে আখ্যা দেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রাজ্যের অধিকারভুক্ত বিষয়, সেখানে ইডি-র এই হস্তক্ষেপ অসাংবিধানিক।
তামিলনাড়ু সরকার দাবি করেছে, ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে তাসমাকের বিরুদ্ধে ইতিমধ্যেই ৪১টি এফআইআর করা হয়েছে, এবং ইডি-র হস্তক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ইডি যদিও রাজ্যে এক হাজার কোটির মদ কেলেঙ্কারির অভিযোগ তুলেছে, রাজ্য সরকার বলেছে, যথাযথ ভিত্তি বা 'predicate offence' ছাড়াই কেন্দ্রীয় সংস্থা ‘fishing inquiry’ চালাচ্ছে।
তাসমাক কর্মীদের হয়রানি, ফোন বাজেয়াপ্ত করা এবং মহিলাদের দীর্ঘ সময় ধরে আটক রাখার অভিযোগও তোলে রাজ্য। এর আগে মাদ্রাজ হাইকোর্টে ইডি-র তল্লাশি চ্যালেঞ্জ করলেও আবেদন খারিজ হলে সুপ্রিম কোর্টে যায় তামিলনাড়ু। এবার আপাতত কেন্দ্রীয় সংস্থার তল্লাশিতে রাশ টানল দেশের শীর্ষ আদালত।
