আজকাল ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টে নিট কাণ্ডের শুনানিতে নয়া দিক। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, চলতি বছরের নিট ইউজি পরীক্ষা তখনই আবার হতে পারে যদি শক্ত জমির ভিত্তি পাওয়া যায়। তবে এরফলে মেডিক্যাল পরীক্ষা প্রবলভাবে প্রভাবিত হবে। নিট ইউজি নিয়ে গোটা দেশ এখন উত্তাল। তার মধ্যে সুপ্রিম কোর্টের এহেন মন্তব্য কোন দিক নির্দেশ করছে তা এখনই বলা যাচ্ছে না।
যেভাবে গোটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাতে সমস্ত পরীক্ষাই বাতিলের পক্ষে এদিন আদালতে জোর সওয়াল করা হয়। আদালত এদিন জানিয়ে দেয়, ২৩ লক্ষের মধ্যে মাত্র ১ লক্ষ ভর্তি হয়েছে। এখান থেকে ফের নতুন করে পরীক্ষার নির্দেশ দেওয়া যায় না।
আদালত আরও যোগ করে বলে, লক্ষ লক্ষ পড়ুয়ারা এই মামলায় রায়দানের দিকে তাকিয়ে আছে। তাই বিষয়টি মোটেই হেলাফলার নয়। এদিন আদালতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়, নিট ইউজি নিয়ে ফের পরীক্ষার দাবি উঠেছে বারে বারে। কিন্তু কয়েকজনের গাফিলতির কারণে গোটা সিস্টেমকে দোষারোপ করা যায় না। তাহলে পরীক্ষা ব্যবস্থাই ভেঙে পড়বে।
যেভাবে গোটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাতে সমস্ত পরীক্ষাই বাতিলের পক্ষে এদিন আদালতে জোর সওয়াল করা হয়। আদালত এদিন জানিয়ে দেয়, ২৩ লক্ষের মধ্যে মাত্র ১ লক্ষ ভর্তি হয়েছে। এখান থেকে ফের নতুন করে পরীক্ষার নির্দেশ দেওয়া যায় না।
আদালত আরও যোগ করে বলে, লক্ষ লক্ষ পড়ুয়ারা এই মামলায় রায়দানের দিকে তাকিয়ে আছে। তাই বিষয়টি মোটেই হেলাফলার নয়। এদিন আদালতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়, নিট ইউজি নিয়ে ফের পরীক্ষার দাবি উঠেছে বারে বারে। কিন্তু কয়েকজনের গাফিলতির কারণে গোটা সিস্টেমকে দোষারোপ করা যায় না। তাহলে পরীক্ষা ব্যবস্থাই ভেঙে পড়বে।
