আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার শীর্ষ আদালতের সামনে মুখ পুড়ল বিজেপি মন্ত্রীর। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর ঘাওয়াই মন্ত্রীর এই মন্তব্যকে অত্যন্ত দু্র্ভাগ্যজনক বলে বর্ননা করেন। যারা দেশের সাংবিধানিক পদে রয়েছেন তাদের ভাষা প্রয়োগে আরও সচেতন হওয়ার কথা বলেন তিনি।


বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আপনি কী ধরণের মন্তব্য করেছেন। আপনার সামান্য ধারণা এবং জ্ঞান থাকা দরকার। হাই কোর্টে গিয়ে এখনই ক্ষমা চান।


বিজয় শাহের মন্তব্যের পরই বিরোধীদের কড়া সমালোচনার সামনে পড়তে হয় তাকে। এরপর মন্ত্রীর নামে এফআইআর দায়ের করা হয়। যদি এবিষয়ে হাই কোর্ট কোনও ব্যবস্থা নেয় তাকে সুপ্রিম কোর্ট খারিজ করবে না বলেও জানিয়ে দেওয়া হয়।


গ্রেপ্তারির ভয়ে দেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজয় শাহ। তবে সেখানেও তার মুখ পুড়ল। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের আদিবাসী উন্নয়ন মন্ত্রী শাহ ইন্দোরের একটি সভা থেকে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এরপরই কংগ্রেসের পক্ষ থেকে তার সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও প্রকাশ করে চরম ধিক্কার জানানো হয়। আসরে নামের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজে।


নিজের বিতর্কিত মন্তব্যে শাহ বলেন, পহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছে তার প্রত্যাঘাত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদেরই বোনকে সেখানে পাঠিয়েছেন। ঘুরিয়ে তিনি কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসের বোন বলে উল্লেখ করেন। এরপরই শুরু হয় চরম অশান্তি। পরিস্থিতি সামলাতে শাহ বলেন, তার মন্তব্যকে বিকৃত করা হয়েছে। এরপর বুধবার তিনি বলেন, এই ভুলের জন্য তিনি দশবার ক্ষমা চাইতেও তৈরি আছেন। 


মধ্যপ্রদেশের হাই কোর্ট বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠেন এবং রাজ্যের জিডিপি-কে একটি এফআইআর দায়ের করতে নির্দেশ দেন। মন্ত্রী যে এমন মন্তব্য করতে পারেন না তা নিয়ে কড়া সমালোচনা করেন হাই কোর্ট। দেশের সম্মান যে সেনাদের হাতে রয়েছে তাদেরকে নিয়ে এমন মন্তব্য অত্যন্ত অপমানজনক বলেও জানিয়ে দেয় হাই কোর্ট।