আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং বৈদ্যুতিক গাড়ির (EV) প্রসারে ভারতের অটোমোবাইল শিল্পে কর্মসংস্থান হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।
বিচারপতি সূর্যকান্ত ও এন. কোটিশ্বর সিংয়ের বেঞ্চ একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই মন্তব্য করেন। মামলায় কেন্দ্রের কাছে নাগরিকদের "নিশ্বাস, স্বাস্থ্য ও পরিষ্কার পরিবেশ"-এর মৌলিক অধিকার রক্ষায় দ্রুত বৈদ্যুতিক গাড়ি গ্রহণের নির্দেশ চাওয়া হয়েছে।
আবেদনকারী পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, বিশ্বের ১৫টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ১৪টিই ভারতে এবং সরকারকে অবিলম্বে বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত নীতিমালা কার্যকর করতে হবে।
বিচারপতি সূর্যকান্ত বলেন, “AI যেন গাড়িচালকদের চাকরি কেড়ে না নেয় — সেটাই আমাদের উদ্বেগ। ভারতে বাণিজ্যিক গাড়ি চালানো বহু মানুষের জীবিকার উৎস।”
শীর্ষ আদালত অ্যাটর্নি জেনারেল আর. ভেঙ্কটরমানিকে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের পদক্ষেপ জানাতে নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানি হবে ১৪ মে।
