আজকাল ওয়েবডেস্ক: একটি ভিডিও থেকেই সাড়া পড়ে গেল নেটদুনিয়াতে। বিরাট আকারের একটি কিং কোবরা নিজের হাতে ধরে রয়েছেন একজন ফরেস্ট অফিসার। ১১ সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যেই প্রচুর ভিউ হয়েছে। এটি শেয়ার করেছেন ভারতের ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান। তার সাহসের কাছে সকলেই হতবাক।
ভিডিওতে দেখা গিয়েছে অতি শান্তভাবে সে এই বিরাট আকারের কিং কোবরাকে হাতে ধরে রেখে তার সাইজ সকলকে চিনিয়ে দিচ্ছে। তার হাতে দিব্যি সোজা হয়ে রয়েছে এই কিং কোবরা।
কাসওয়ান নিজের পোস্ট করা ভিডিওতে লিখেছেন, যদি কেউ কিং কোবরার আসল সাইজ না দেখে থাকেন তাহলে তিনি দেখে নিন, এটি ভারতের মাটিতেই পাওয়া যায়।
If you ever wondered about the real size of King cobra. Do you know where it is found in India. And what to do when you see one !! pic.twitter.com/UBSaeP1cgO
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan)Tweet by @ParveenKaswan
যদিও এত বড় সাইজের সাপ দেখে অনেকেই ভয় পেয়েছেন। এটি প্রায় ১৭ ফুট লম্বা। ফলে একে সহজে বাগে আনা যায় না। অনেকেই লিখেছেন, এই ধরণের সাপ প্রকৃতির সম্পদ। ফলে সেখান থেকে একে হাতে নেওয়া বেশ ভয়ের ব্যাপার।
কিং কোবরা হল বিশ্বের অন্যতম বিষধর একটি সাপ। এটি প্রায় ১৮ ফুটের মতো লম্বা হয়ে থাকে। এটি দক্ষিণ পশ্চিম এশিয়াতে দেখা যায়। পাশাপাশি ভারতের বিভিন্ন স্থানেও এর দেখা মেলে। পশ্চিমঘাট এবং পূর্বঘাটে এদের দেখা মেলে। পাশাপাশি অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশে এই সাপ দেখা যায়।
অকুতোভয় এই সাপের একটি প্রধান বৈশিষ্ট্য। তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই সাপের জুড়ি মেলা ভার।
