আজকাল ওয়েবডেস্ক: মেঘালয়ের পথকুকুররা অত্যন্ত বিপজ্জনক। যা জননিরাপত্তার জন্য মারাত্মক বিপদ ডেকে আনে। পথকুকুর সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় তাই সুপ্রিম কোর্টকে হাইকোর্টের আবেদন, এই মামলাটি যেন উচ্চআদালত থেকে সরিয়ে নেওয়া না হয়। মেঘালয় হাইকোর্টের যুক্তি, সমস্যাটি কুকুরদের আক্রমণাত্মক প্রকৃতির কারণে স্বতন্ত্র।

সুপ্রিম কোর্ট দেশের বিভিন্ন হাইকোর্টে চলা পথকুকুর সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলাকে নিজের অধীনে নেওয়ার নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষাপটে মেঘালয় হাইকোর্টের আবেদন বেশ তাৎপর্যবাহী। মেঘালয়ে বেপরোয়া পথকুকুর সমস্যার বিষয়টি দেশের অন্যান্য জায়গার থেকে একেবারে আলাদা।

গত ৩০শে আগস্ট, মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি আইপি মুখার্জি এবং বিচারপতি ডব্লিউ ডিয়েংডোহের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তাঁদের আদেশে জানিয়েছে যে, 'যদিও অন্যান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বেওয়ারিশ কুকুর সম্পর্কিত আবেদনের মধ্যে অনেক বিষয় একই রকম হতে পারে, আমরা মনে করি যে- আমাদের কর্তব্য হল এই বিষয়টি তুলে ধরা যে এই রাজ্যে বেওয়ারিশ কুকুরদের আক্রমণের মধ্যে একটি অদ্ভুত স্বতন্ত্রতা রয়েছে। এখানে একাধিক পথকুকুর অতিমাত্রায় হিংস্র। রাস্তাঘাটে, জনসমাগমস্থলে হঠাৎই তারা মানুষকে আক্রমণ করে বসছে এবং অনেক ক্ষেত্রেই গুরুতর চোট লাগছে। সেই বিষয়টি মাথায় রেখে আমরা নির্দেশ দিয়েছিলাম, এই কুকুরদের ধরে টিকাকরণ ও চিকিৎসার ব্যবস্থা করে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে। চিকিৎসা ও পর্যবেক্ষণ ছাড়া তাদের আবার মুক্ত করে দেওয়া মানুষের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে।'

নির্দেশ উল্লেখ রয়েছে, 'এই পরিস্থিতিতে আমরা রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিচ্ছি, যেন তিনি সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিকভাবে আবেদন জানান- এই মামলাটি মেঘালয় হাইকোর্টেই রাখা হোক। আমাদের দৃঢ় মত, এই ধরনের স্বতন্ত্র জনস্বার্থ মামলা এই আদালতেই থেকে যাওয়া উচিত।'

আরও পড়ুন- ঘরের মেয়েকে ইউনিফর্মে দেখে গর্বে চোখ ভিজল, আবেগে ভাসল পুরো পরিবার, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসা

আরও পড়ুন- ট্রাম্পের শুল্ক পদক্ষেপই বুমেরাং! আরও কাছাকাছি মোদি-পুতিন, এবার পাশাপাশি এক গাড়িতে, কী করলেন তাঁরা?...