আজকাল ওয়েবডেস্ক: রাজা রঘুবংশীকে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হয়েছিল। শুধুমাত্র পরিবারের চাপে। মনে মনে রাজ কুশওয়াহাকেই ভালবাসতেন সোনম রঘুবংশী। কিন্তু প্রেম পরিণতি না পাওয়ায়, পরিবারকে একের পর এক হুমকি দিয়েছিলেন। জানিয়েছিলেন, রাজাকে বিয়ে করলেও, এর জন্য ভয়ঙ্কর ফল ভুগতে হবে সবাইকে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রাজা রঘুবংশীর ভাই বিপিন রঘুবংশী জানিয়েছেন, সোনম রাজাকে বিয়ে করতে চাননি। পরিবারের সদস্যরা সে কথা জানতেন। বিয়ের সময়েই কয়েকজন আত্মীয় সেই হুমকি ফাঁস করেছিলেন। বিয়ের প্রস্তুতির সময়েই মাকে সোনম জানিয়েছিলেন, তিনি রাজাকে বিয়ে করতে চান না। তিনি রাজকে ভালবাসেন। রাজ তাঁর পারিবারিক ব্যবসায় যুক্ত ছিলেন। কিন্তু রাজ ও সোনমের প্রেমের সম্পর্ক মেনেই নেননি তাঁর মা।
বিপিন আরও জানিয়েছেন, সোনমের মা রাজাকে বিয়ের জন্য জোর করেছিলেন। তখনই মাকে হুমকি দিয়ে সোনম বলেছিলেন, 'বিয়ে করলেও দেখো এর ফল কী হয়। তোমরা সবাই এর ফল ভুগবে।' বিয়ের পরেই যে রাজাকে খুনের পরিকল্পনা করে, মধুচন্দ্রিমায় গিয়ে শেষ করে ফিরবেন সোনম, তা কেউই দুঃস্বপ্নেও ভাবতে পারেননি।
২ জুন মেঘালয়ের পাহাড়ি খাদ থেকে রাজার দেহ উদ্ধার করে পুলিশ। ৮ জুন গভীর রাতে উত্তরপ্রদেশের গাজিপুর থেকে নিখোঁজ সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে পুলিশ। রাজের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা গেছে। এদিকে সোনমের মা জানিয়েছেন, রাজ সোনমের থেকে বয়সে ছোট। দিদি বলে ডাকতেন তাঁকে। কাজের সূত্রে মেলামেশা ছিল। কিন্তু তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক ছিল না।
