আজকাল ওয়েবডেস্ক: রাজা রঘুবংশীকে খুন করেননি, দাবি করলেন স্ত্রী সোনম রঘুবংশী। এই হত্যাকাণ্ডে তিনি জড়িত নন। বরং তাঁকেই অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের পর গতকাল গভীর রাতে সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের মুখোমুখি প্রথম জেরায় সোনম জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ!
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পুলিশকে সোনম জানিয়েছেন, তাঁকে মেঘালয় থেকে অপহরণ করা হয়েছিল। এরপর উত্তরপ্রদেশের গাজিপুরে তাঁকে লুকিয়ে রাখা হয়। রাজাকে খুনের ঘটনায় তিনি জড়িত নন। এদিকে মেঘালয় পুলিশ সাংবাদিক বৈঠকে জানিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত হলেন স্ত্রী সোনম। ভাড়াটে খুনি দিয়ে রাজাকে খুনের ছক কষেছিলেন তিনিই।
এদিকে সোনমের গ্রেপ্তারির পর তাঁর বাবা প্রথমেই জানান, 'আমার মেয়ে নির্দোষ। ও যদি বলে ও খুন করেছে রাজাকে, তাহলে পুরোপুরি মিথ্যে কথা বলছে!'
পুলিশ জানিয়েছে, রাজা হত্যাকাণ্ডে সোনম সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সোনমের প্রেমিক রাজ। গতকাল রাতে বারাণসী-গাজিপুর সড়কের পাশে একটি ধাবা থেকে পরিবারের সদস্যদের ফোন করেছিলেন সোনম। তারপরেই পরিবার পুলিশকে জানায়। সেই ধাবা থেকে সোনমকে গ্রেপ্তার করা হয়।
১১ মে রাজা ও সোনাম গাঁটছড়া বাঁধেন। এরপর মধুচন্দ্রিমায় মেঘালয়ে যান। ২৩ মে থেকে নবদম্পতির আর খোঁজ পাওয়া যায়নি। ২ জুন পাহাড়ি গভীর খাদ থেকে রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। তখনই তারা জানায়, পরিকল্পনামাফিক যুবককে খুন করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ স্ত্রীয়ের খোঁজে তল্লাশি অভিযান চালায় তারা। পরিবারের আশঙ্কা ছিল, সোনমকে সম্ভবত অপহরণ করা হয়েছে। ধর্ষণ করে, খুন করে মাটিতেও পুঁতে দিতে পারে। এদিকে একমাসও হয়নি বিয়ের, ২৯ বছরের যুবক রাজার মৃত্যুর পর চাঞ্চল্যকর দাবি করলেন স্ত্রী সোনম।
