আজকাল ওয়েবডেস্ক: গ্রেপ্তার প্রবীণ সমাজকর্মী মেধা পাটকর। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার দায়ের করা ২৪ বছরের পুরনো মানহানির মামলায় প্রবেশন বন্ড জমা দিতে ব্যর্থ হওয়ায় শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
বুধবার দিল্লির একটি আদালত পাটকরের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির না হওয়া, প্রবেশন বন্ড জমা দেওয়ার এবং ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার পূর্ববর্তী নির্দেশ না মানার কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গুজরাট-ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ সিভিল লিবার্টিজের সভাপতি থাকাকালীন ২০০০ সালে মেধার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন সাক্সেনা। তাঁর অভিযোগ ছিল মেধা ২০০০ সালের ২৪ নভেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে মানহানি করেছিলেন।
এই মাসের শুরুতে, অতিরিক্ত দায়রা বিচারক বিশাল সিং ৭০ বছর বয়সী মেধাকে ওই মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন। ভাল আচরণের শর্তে তাঁর প্রবেশন মঞ্জুর করেছিলেন। সঙ্গে এক লক্ষ টাকা জরিমানাও করেছিলেন। বুধবার আদালতে তাঁর অনুপস্থিতি এবং আদালতের নির্দেশ মেনে না চলায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছিল।
সাক্সেনার আইনজীবী গজিন্দর কুমার মেধার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আইনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগ এনেছেন। আদালত তাঁর সাজার স্থগিতাদেশের আবেদনকে 'ক্ষতিকর এবং তুচ্ছ' বলেও অভিহিত করেছে। সতর্ক করে দেওয়া হয়েছে যে, ৩ মে পরবর্তী শুনানির মধ্যে যদি তিনি আদালতের নির্দেশ পালন করতে ব্যর্থ হন তবে তাঁর সাজা পুনর্বিবেচনা করা হতে পারে।
