আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন সিনেমার কাহিনি। রাতের খাবার খেয়ে একসঙ্গে ঘুমাতে গিয়েছিলেন স্বামী-স্ত্রী। একটা শব্দেই ভোরবেলায় আচমকা ঘুম ভেঙে যায় স্বামীর। বালিশের পাশে স্ত্রীর জায়গায়, যার উপস্থিত দেখেই রীতিমতো আঁতকে ওঠেন তিনি। স্ত্রীর জায়গায় একটি আস্ত সাপ! 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাহোবাতে। প্রমোদ নামের যুবক জানিয়েছেন, ডিনার সেরে ঘুমাতে গিয়েছিলেন স্ত্রীর সঙ্গে। ঘরটি বন্ধ ছিল। ভোরবেলায় ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। ঘুম ভাঙতেই দেখেন স্ত্রীর জায়গায় একটি সাপ। কোথায় গেলেন স্ত্রী? ভয়ে, আতঙ্কে বিছানা ছেড়ে নীচে নেমে দাঁড়ান। তখনই দেখতে পান, খাটের নীচে যন্ত্রণায় কাতরাচ্ছেন স্ত্রী। 

দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। চার ঘণ্টা চিকিৎসা চলার পর হাসপাতালে মৃত্যু হয় ২৮ বছর বয়সি পুষ্পা নামের তরুণীর। ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রমোদ জানিয়েছেন, ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল। কীভাবে, কোথা থেকে বন্ধ ঘরে সাপটি এল, তা বুঝতেই পারছেন না তিনি। এমনকী সাপের উপস্থিতি আগে থেকে বিন্দুমাত্র টের পাননি। সাপের ছোবলে স্ত্রীর ঘুম ভেঙে যায়। তার খানিকক্ষণ পর তাঁর ঘুম ভাঙে। তরুণীর মৃত্যুতে পরিবারে, এলাকায় শোকের ছায়া। আতঙ্কিতও স্থানীয় বাসিন্দারা।