আজকাল ওয়েবডেস্ক: মহাকাশে খাবার সময় একটি বড় চ্যালেঞ্জ। একথা জানিয়েছেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। মঙ্গলবার, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ যাওয়া প্রথম ভারতীয় হিসেবে তিনি দেখালেন কীভাবে মহাকাশচারীরা শূন্য মাধ্যাকর্ষণে খাওয়া-দাওয়া করেন। তিনি বলেন, মহাকাশে গিয়ে তাকে যেন আবার নতুন করে খেতে শেখতে হয়েছে।


তিনি বলেন, “মহাকাশে খাওয়া-দাওয়া একটি চ্যালেঞ্জ, কিন্তু কোনওভাবে আমরা সামলে নিই।” নিজের মহাকাশযাত্রার একটি ভিডিও শেয়ার করে তিনি এ অভিজ্ঞতা তুলে ধরেন। পেছনের দিকে একটি ছোট টেবিল দেখিয়ে শুক্লা বলেন, “এটাই আমাদের ডাইনিং টেবিল যেখানে আমরা বসে খাই।”
শূন্য মাধ্যাকর্ষণে সবকিছু ভেসে বেড়ায়, তাই জিনিসপত্রকে ভেলক্রো বা টেপ দিয়ে আটকে রাখতে হয়। তিনি বলেন, “সবকিছু ভেসে যায়। তাই আপনি সর্বত্র ভেলক্রো আর টেপ দেখবেন। সবকিছু বেঁধে রাখতে হয়।” তিনি একটি কেচাপের বোতল টেবিলে আটকানো দেখিয়ে উদাহরণ দেন।
শুক্লা দেখান কীভাবে চামচও মহাকাশে আলাদাভাবে আচরণ করে। চামচের শেষে ভেলক্রো লাগিয়ে তিনি তা ছেড়ে দেন, আর সঙ্গে সঙ্গে সেটি ভেসে ওঠে। তিনি ব্যাখ্যা করেন, “আপনি যদি কিছু ছেড়ে দেন, তা হারিয়ে যাবে। তাই আপনাকে তা ধরে রাখতে হবে, অথবা ভেলক্রো দিয়ে কোথাও আটকাতে হবে।”

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shubhanshu Shukla (@gagan.shux)