আজকাল ওয়েবডেস্ক: শিক্ষিত, বুদ্ধিদীপ্ত নেতা। যে কোনও জায়গায় যুক্তি-তর্কে বাজিমাত করতে তুখোড়, তুখোড় দেশ-কালের রাজনীতির জ্ঞান। সেই শশীকে নিয়েই এখন জেরবার হাত শিবির। গত কয়েকদিনের ক্রমবর্ধমান বিতর্কের পর, মল্লিকার্জুন খাড়গে সপাট জবাব দিয়েছিলেন। ঠিক তার পরেই শশী থারুরের সোশ্যাল মিডিয়া পোস্ট যেন আরও স্পষ্ট করেছে দলের সঙ্গে তাঁর মতামতের দূরত্ব কত যোজনের, তা।


শশী থারুর, অপারেশন সিঁদুরের পর, দেশের কথা বিদেশে বলতে গিয়েছিলেন সর্বদলীয় নেতাদের সঙ্গে। সেখানে নানা জায়গায় বিজেপি সরকার, মোদির প্রশস্তি ফুটে ওঠার পরেই হাত শিবিরে অস্বস্ত্বি বাড়তে থাকে। তা আরও বাড়ে, এক সংবাদপত্রে শশীর লেখা নিয়ে। সেখানেও মোদি-প্রশস্তি। থারুর ওই সংবাদপত্রে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির শক্তি, গতিশীলতা এবং সম্পৃক্ততার ইচ্ছা বিশ্ব মঞ্চে ভারতের জন্য ‘প্রধান সম্পদ’ হিসাবে রয়ে গেছে তবে আরও বেশি সমর্থন পাওয়ার যোগ্য তা।

তার পরেই আলোচনার সূত্রপাত। যেখানে দলের অবস্থান চরম মোদি-বিরোধী, সেখানে শশীর মন্তব্যে তোলপাড় একপ্রকার। আলোচনার মাঝেই কংগ্রেস প্রধান খাড়গে নাম না করেই বলেছিলেন, ‘আমাদের কাছে দেশ আগে, কিছু মানুষের কাছে যদিও আগে মোদি।‘ কংগ্রেস যদিও স্পষ্ট করেছে, থারুরের মতামত তাঁর একান্ত নিজের। দলের সামগ্রিক মতামত নয়।


এসবের মাঝেই, বুধবার পৌণে চারটা নাগাদ এক্স হ্যান্ডেলে শশী থারুর একটি পোস্ট করেছেন। তাতে দূরত্বের জল্পনা বাড়ছে আরও। কেন? কারণ থারুরের ওই পোস্টে লেখা, ‘ওড়ার জন্য কখনও অনুমতি চেয়ো না। ডানা তোমার নিজের, আর আকাশ কারও একার নয়…।‘ অনেকের মতে, এ যেন নিজের দলের সমালোচনাকেই জবাব দিলেন থারুর।