আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের পর এবার মহারাষ্ট্র। থানের বদলাপুরে স্কুলের শৌচালয়ে দুই নার্সারি ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনা ঘিরে প্রতিবাদে গর্জে উঠল মহারাষ্ট্র। শনিবার মুম্বই থেকে পুনে মহারাষ্ট্র সরকার বিরোধী আন্দোলনে যোগ দিলেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের মতো বিরোধী দলের নেতারা। তুমুল বৃষ্টিতে ভিজেই চলল প্রতিবাদ।
কারও মুখ কালো কাপড়ে ঢাকা, কারও বা কপালে কালো কাপড়। আজ মহারাষ্ট্র জুড়েই বদলাপুর কাণ্ডের বিচারের দাবিতে সরব রাজনীতিক থেকে সাধারণ মানুষ। এদিন পুনেতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বক্তব্য, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকার নারীদের সুরক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ। বদলাপুর কাণ্ডের ফলে গোটা দেশে মহারাষ্ট্রের মুখ পুড়েছে।
এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের কথায়, 'যতদিন পর্যন্ত আসল দোষী গ্রেপ্তার না হচ্ছে, ততদিন আমরা প্রতিবাদ চালিয়ে যাব। যারা বলছেন, বদলাপুরে প্রতিবাদে যারা যোগ দিয়েছিলেন, তাঁরা বহিরাগত, আমার মতে তাঁরা সকলেই ভারতীয়।'
শনিবার মুম্বইয়ে প্রতিবাদে পথে নামেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউত, আদিত্য ঠাকরেরা। বম্বে হাই কোর্টের নির্দেশে শনিবার বনধ প্রত্যাহার করা হয়। কিন্তু তা সত্ত্বেও প্রতিবাদে সরব হন বিরোধীরা।
প্রসঙ্গত, বদলাপুরে এক বেসরকারি স্কুলে দুই নার্সারি ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় এক সাফাইকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু এই ঘটনায় পুলিশের কর্তব্যের গাফিলতি উঠেছে। যা ঘিরে মঙ্গলবার আন্দোলনকারীদের রেল রোকো কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে ওঠে বদলাপুর। স্বতঃপ্রণোদিতভাবে মামলা শোনে বম্বে হাই কোর্ট। পকসো ধারায় মামলা হলেও পুলিশ কেন দেরিতে অভিযোগ নিল, নির্যাতিতাদের মেডিক্যাল টেস্টেও কেন দেরি হল, তা নিয়েও পুলিশকে ভৎর্সনা করে হাই কোর্ট।
