আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষা চলছিল কনস্টেবল নিয়োগের। তার মাঝেই অসুস্থ হয়ে প্রাণ গেল কয়েকজনের। ঘটনাস্থল ঝাড়খণ্ড। জানা গিয়েছে, সে রাজ্যের আবগারি দপ্তরে কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলছিল। শারীরিক সক্ষমতার পরীক্ষা চলার সময় পরপর পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে ইতিমধ্যে বিবৃতি দিয়ে ঘটনা জানানো হয়েছে ঘটনাটি। মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।
ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। গেরুয়া শিবির হেমন্ত সরকারের দিকে আঙুল তুলেছে। তাদের দাবি চরম অব্যবস্থার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিজেপির দাবি, মোট ১০ জনের প্রাণ গিয়েছে। অসুস্থ বহু। অভিযোগ, শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের আগের দিন মাঝরাত থেকে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, পরের দিন কড়া রোদের মাঝেই চলছিল পরীক্ষা। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়ার দাবি তুলেছে বিজেপি।
যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত ধরনের ব্যবস্থা পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে রাজ্য জুড়ে মোট ৭ জায়গায় পরীক্ষা চলছিল। ৭ জায়গা হল রাঁচি, গীরিডি, হাজারিবাগ, পালামৌ, পূর্ব সিংভূম এবং সাহেবগঞ্জ। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রে শারীরিক সক্ষমতার পরীক্ষা চলাকালীন কয়েকজন প্রাণ হারিয়েছেন। ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
