আজকাল ওয়েবডেস্ক: এক, দু'জন নয়। একমাসে পরপর সাতজন হৃদরোগীর মৃত্যু। তাও আবার অস্ত্রোপচার চলাকালীন। এরপরই চিকিৎসকের দক্ষতা নিয়ে উঠল প্রশ্ন। খতিয়ে দেখা গেল, তিনি আদতে হৃদরোগের চিকিৎসকই নন। আদতে একজন 'ভুয়ো' চিকিৎসক। তিনি অস্ত্রোপচার করার সময়েই সাতজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন পরিবারের সদস্যরা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামোহ জেলায়। সেখানে এক খ্রিস্টান মিশনারি হাসপাতালে এক মাসেই সাতজন হৃদরোগীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই 'ভুয়ো' চিকিৎসক নিজেকে লন্ডন ফেরত হৃদরোগ বিশেষজ্ঞ বলে দাবি করেছিলেন। খ্যাতনামা চিকিৎসক এন জন কেম বলে পরিচয় দিয়ে ওই হাসপাতালে ঢুকেছিলেন। কিন্তু ওই যুবকের আসল নাম, নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব। 

 

মৃত রোগীদের পরিবারের তরফে আরও জানানো হয়েছে, সাতজনের মৃত্যুর খবর হাসপাতাল প্রকাশ্যে আনলেও, আদতে সংখ্যাটা আরও আরও বেশি। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্কা কানুনগো জানিয়েছেন, এই মিশনারি হাসপাতালটি আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে রয়েছে। প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই 'ভুয়ো' চিকিৎসকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।