আজকাল ওয়েবডেস্ক: বিবাহিত মহিলাদের নীলছবি দেখা এবং হস্তমৈথুনের অভ্যাস কখনও বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে না। বুধবার একটি মামলার শুনানিতে এমনটাই জানাল মাদ্রাজ হাই কোর্ট। কোর্টের পর্যবেক্ষণ, নারীদেরও অধিকার রয়েছে হস্তমৈথুনের। বিয়ের পর তাঁরা যৌন স্বাধীনতা ত্যাগ করেন না।
তামিলনাড়ুর নিম্ন আদালতে এক ব্যক্তি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। আদালতে তিনি জানিয়েছিলেন, তাঁর স্ত্রী নীলছবি দেখে হস্তমৈথুনের অভ্যাস হয়ে গিয়েছে। এছাড়াও স্ত্রীর বিরুদ্ধে আরও নানা নিষ্ঠুরতার অভিযোগ এনেছেন ওই ব্যক্তি। শুনানির পর ওই ব্যক্তির আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। দ্বারস্থ হন মাদ্রাজ হাই কোর্টের।
বুধবার সেই মামলার শুনানিতে বিচারক বলেন, ''আত্মরতি নিষিদ্ধ জিনিস নয়। যখন পুরুষদের হস্তমৈথুন সর্বজন স্বীকৃত, তখন মহিলাদের হস্তমৈথুনকে কলঙ্কিত করা যায় না।'' আদালত আরও পর্যবেক্ষণ, ''বিয়ের পরেও একজন মহিলার 'স্বতন্ত্রতা' বজায় থাকে। একজন মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে তাঁর মৌলিক পরিচয় স্বামীর মর্যাদা দ্বারা পরিপূর্ণ হয় না।'' আদালতের যুক্তি, নীলছবির প্রতি আসক্তি 'খারাপ' এবং এটি 'নৈতিকভাবে ন্যায্য' হতে পারে না। তবে, বিবাহবিচ্ছেদের জন্য এটি আইনি ভিত্তি হতে পারে না।
ভারতের বেশিরভাগ অংশেই বিবাহবিচ্ছেদ এখনও নিষিদ্ধ হিসেবে দেখা হয়। প্রতি ১০০টি বিবাহের মধ্যে মাত্র একটি বিবাহে বিচ্ছেদ হয়। প্রায়শই পারিবারিক এবং সামাজিক চাপের কারণে অসুখী বিবাহ টিকিয়ে রাখা হয়।
