আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরের ১০-এ মেয়াদ শেষ। কিন্তু তারপর? জল্পনা ছিল দেশের প্রধান বিচারপতির অবসরের পর, কে বসবেন তাঁর জায়গায়, তা নিয়েই। জল্পনার অবসান ঘটিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজেই। কলেজিয়ামের নিয়ম মেনেই অবসরের আগে সুপারিশ করলেন উত্তরসূরির নাম।

বৃহস্পতিবার জানা গেল, ডিওয়াই চন্দ্রচূড়ের পর, দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে বসবেন সঞ্জীব খান্না। সুপারিশে তাঁর নাম লিখেই কেন্দ্রের কাছে পাঠিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি। জানা গিয়েছে সঞ্জীব খান্না এই মুহূর্তে সবচেয়ে বর্ষীয়ান বিচারপতি। 

৬৫ বছর বয়সে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা অবসর গ্রহণ করেন। ১০ নভেম্বর ডি ওঅয়াই চন্দ্রচূড়ে মেয়াদ শেষ। ১১ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন সঞ্জীব খান্না। তাঁর মেয়াদ শেষ হবে ২০২৫ সালের মে মাসে। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি খান্না। ১৯৮৩ সালে দিল্লির বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত হয়েছিলেন। বিছারপতি থাকাকালীন, দীর্ঘ সময়কালে তিনি একগুছ গুরুত্বপূর্ণ রায় দান করেছেন।