আজকাল ওয়েবডেস্ক: সাপ। নামটি কানে এলেই মনের মধ্যে নানা ধরণের ভয় এসে বাসা করে। আর যারা সাপের তাড়া খেয়েছেন তাদের কাছে সাপ তো আরও একটি ভয়ের দিক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা ধরণের সাপ রয়েছে। তাদের মধ্যে কমবেশি বিষ সকলেরই রয়েছে। অতি সাহসীরাও অনেক সময় সাপের কাছে এসে ভয়ে সিঁটিয়ে যান।
বহুদিন ধরেই এটা এক বিতর্কের কথা যদি সাপ আপনাকে তাড়া করে তাহলে আপনি কীভাবে নিজেকে বাঁচাবেন। কোন পথে গেলে সাপ আপনার হদিশ পাবে না। কীভাবে ছুটলে বা হাটলে সাপ আপনাকে ধরতে পারবে না। কীভাবে হাটলে সাপ আপনাকে দ্রুত ধরে ফেলবে।
তাহলে জেনে রাখুন যদি সাপ আপনাকে তাড়া করে তাহলে আপনি সোজা না ছুটে এস-এর মতো করে ছুটতে থাকুন। তবে এই ছোটা কতটা কার্যকরী হবে এবার জেনে নিন সেই কাহিনী।
সর্প বিশেষজ্ঞরা মনে করছেন সাপের হাত থেকে বাঁচতে হলে আপনারে দ্রুত তার নাগাল থেকে বের হয়ে যেতে হবে। সেখানে আপনি সোজা হয়ে বা বাঁকা হয়ে যেভাবে খুশি ছুটতে পারেন। কোনও নিয়ম সেখানে খাটবে না। সাপকে যদি আপনি কোনও আঘাত না করেন সে আপনাকে কিছুই করবে না।
সাপের হামলা থেকে বাঁচার সবথেকে সহজ উপায়টি হল সাপটি থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিন। তার নাগালের বাইরে চলে যায়। নিজেকে শান্ত রাখুন। বেশি উত্তেজিত হয়ে পড়বেন না। তাহলেই দেখবেন সাপ আপনার পিছনে না গিয়ে নিজের পথে চলে যাবে।
সাপেরা প্রকৃতিগতভাবে আগ্রাসী হয় না। তাদেরকে আঘাত না করা হলে তারা হঠাৎ করে হামলা করে না। এমনকি বিষাক্ত সাপ কোবরাও বিপদ না দেখলে হামলা করে না। সেখানে সাপ যেন বাঁকা পথে চলে। সেইভাবে ছুটে কোনও লাভই হবে না। যদি সাপ মনে করে তাহলে অতি সহজেই আপনাক গতিপথকে চিহ্নিত পারে। আর যদি সাপের কামড় খান তাহলে আর দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যান। সময় নষ্ট করলে মৃত্যু ঘটতে পারে।
