আজকাল ওয়েবডেস্কঃ বিদেশী পাসপোর্ট হাতে পেতেই খুশির বন্যা বইয়ে দিলেন এক রাশিয়ান মহিলা। কিন্তু কেন এত পরিমাণ খুশি তিনি? ভিডিও শেয়ার করে তা নিজেই বলে দিলেন ওই মহিলা।
জানা গিয়েছে, মারিনা খারবানি নামের ওই মহিলা জন্মসুত্রে রাশিয়ার বাসিন্দা। বিয়ে করেছেন ভারতীয়কে এক যুবককে। শ্বশুরবাড়ি ভারতে হওয়ায়, স্বাভাবিকভাবেই স্বামী সন্তান নিয়ে তিনি সে দেশেই থাকেন। তবে মাঝেই মাঝেই ওই মহিলা তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে রাশিয়ায় যান। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে মহিলা জানান, আবেদন জমার পর প্রায় ৩.৫ বছর অপেক্ষা করতে হয়েছে ভারতীয় পাসপোর্ট হাত পেতে।
ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা ওই মহিলার এত পরিমাণ খুশির কারণের নেপথ্যে এই কারণ জেনে অবাক হয়েছেন। নেটনাগরিকের একজন কমেন্টে লিখেছি দিলেন যে তিনি এর আগে কখনও কাউকে ভারতের পাসপোর্ট পেয়ে এত পরিমাণ খুশি প্রকাশ করতে দেখেননি।
