আজকাল ওয়েবডেস্ক: ইদানিং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাল্লা দিয়ে বাড়ছে খরচ। পড়ুয়াদের লেখাপড়ার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ বাড়ছে পরিবারের। বিশেষত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে খরচ আরও বাড়ছে দিনের পর দিন। উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভর্তি করানোর ইচ্ছে কমবেশি সকল পরিবারের থাকে। কিন্তু খরচের কথা ভাবলেই মাথায় হাত পড়ে অনেকের।

সম্প্রতি এক শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ঘিরে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রথমে শেয়ার করেন। যা মুহূর্তের হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অভিভাবকদের অভিযোগ শুনে রীতিমতো চোখ ছানাবড়া নেটিজেনদের। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হায়দরাবাদের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই বেতন বাড়িয়ে কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। ২০২৫ থেকে ২০২৬ শিক্ষাবর্ষে নার্সারি পড়ুয়াদের ভর্তি বাবদ বেতন নেওয়া হচ্ছে আড়াই লক্ষ টাকা। খুদে পড়ুয়াদের শুধুমাত্র এ, বি, সি, ডি শিখতেই আড়াই লক্ষ টাকা খরচ হচ্ছে পরিবারের। অর্থাৎ প্রতি মাসে খরচ হচ্ছে ২১ হাজার টাকা। 

আরও পড়ুন: এত বাজে হাতের লেখা! জলন্ত মোমবাতিতে খুদের হাত রেখে নির্মম শাস্তি গৃহশিক্ষিকার, ফের শিউরে ওঠা কাণ্ড এই রাজ্যে

অভিভাবকরা একটি লম্বা তালিকা প্রকাশ করে খরচের হিসেবও দিয়েছেন। সেই তালিকায় দেখা গেছে, টিউশনে খরচ, ৪৭ হাজার ৭৫০ টাকা। অ্যাডমিশনে খরচ, পাঁচ হাজার টাকা। রিফান্ড ডিপোজিট, ১০ হাজার টাকা। ইনিশিয়েশন বাবদ সাড়ে ১২ হাজার টাকা। ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আরও কিছু নিয়মাবলি রয়েছে। 

নার্সারি পড়ুয়াদের ভর্তির জন্য মোট আড়াই লক্ষ টাকা চারটি মাসে ভাগ করে অভিভাবকরা জমা দিতে পারেন। জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর এবং শেষ মাসে মিলিয়ে মোট আড়াই লক্ষ টাকা জমা দিতে হবে। নার্সারি পড়ুয়াদের মতোই আরও উঁচু শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে খরচ আরও কয়েক হাজার টাকা বাড়ানো হয়েছে। 

স্কুলের তরফে জানানো হয়েছে, প্রি প্রাইমারি ১-এর জন্য খরচ ২ লক্ষ ৭২ হাজার টাকা। প্রি প্রাইমারি ২-এর জন্য খরচ ২ লক্ষ ৭২ হাজার ৪০০ টাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির ভর্তির জন্য খরচ ২ লক্ষ ৯১ হাজার ৪৬০ টাকা। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত খরচ ৩ লক্ষ ২২ হাজার ৩৫০ টাকা। 

?ref_src=twsrc%5Etfw">July 30, 2025

পোস্টটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা উষ্মা উগড়ে দিয়েছেন। একজন লিখেছেন, 'ওই স্কুলে আহামরি বেশি কী শেখানো হয়? যে প্রতি মাসে নার্সারি পড়ুয়াদের জন্য ২১ হাজার টাকা পরিবার খরচ করবে!' আরেকজন লিখেছেন, 'এটা শিক্ষা প্রতিষ্ঠান না ফাইভ স্টার হোটেল?' আবার একজন লিখেছেন, 'এই স্কুলটি শুধুমাত্র ধনী পরিবারের সন্তানদের জন্য। মধ্যবিত্তদের জন্য নয়।'

কয়েকজন জানিয়েছেন, হায়দরাবাদের মতোই বেঙ্গালুরুতেও পড়ুয়াদের পড়াশোনার খরচ দিনের পর দিন বাড়ছে। একজন জানিয়েছেন, বেঙ্গালুরুতে নার্সারি পড়ুয়াদের ভর্তির জন্য খরচ হয় ১১ লক্ষ টাকা। একাদশ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার জন্য মোট খরচ হয় ২৭ থেকে ৩৫ লক্ষ টাকা। যা শুনেই রীতিমতো ভিড়মি খেয়েছেন সাধারণ মানুষ।