আজকাল ওয়েবডেস্ক: খাবারের জন্য অপেক্ষা করছেন, আর সেই অপেক্ষার সময়ে দেওয়া হচ্ছে বোর্ডিং পাস। ঠিক বোর্ডিং পাস দেওয়া হচ্ছে? আদতে তা নাকি দেখতে বোর্ডিং পাসের মতো। হবে নাই বা কেন? বেঙ্গালুরুর এই রেস্তরাঁ  আসলে নাকি এয়ারক্র্যাফট। অনেকে বলছেন তেমনটাই। 

অবাক হচ্ছেন? প্রথমবার বাইরে থেকে ওই রেস্তরাঁ দেখে অনেকেই অবাক হচ্ছেন। বাইরে থেকে দেখতে হুবহু বিমান,  ভিতরেও বসার ব্যবস্থা-সহ বাকি সব বিষয় হুবহু বিমানের ভিতরের মতো। 

 

?ref_src=twsrc%5Etfw">February 10, 2025

 

ওই রেস্তরাঁর নাম 'টাইগার অ্যারো রেস্তোরাঁ'। ‘হুবহু বিমান’ বিষয়টি আরও ভাল করে বোঝার জন্য, খাবার জন্য অপেক্ষাকৃত ব্যক্তিদের বোর্ডিংপাস দেওয়া হয়। ইতিমধ্যে স্থানীয়রা অনেকেই ওই বিমান-রেস্তরাঁয় গিয়ে ঘুরে আসছেন। যদিও সবাই খুব প্রশংসা করছেন তেমনটা নয়।

অনেকেই সেখানকার খাবারের মেনু, মান খুব একটা ভাল নয় বলে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন রেস্তরাঁ কর্তৃপক্ষের জাঁকজমক, সজ্জা আকর্ষক, কিন্তু খাবারের মেনু বড় সীমিত। অনেকেই বলছেন, মানুষ ভিড় করছেন ব্যাপক হারে, কিন্তু রেস্তরাঁয় খাবার পেতে সময় লাগছে অনেক বেশি। অনেকেই আবার বলছেন এরোপ্লেন রেস্তরাঁ দেশে প্রথম নয়, এরকম আগেও হয়েছে। দিল্লিতে এরকম রয়েছে বেশ কয়েকটি। তবে আঙ্গিকের দিক থেকে এই নয়া রেস্তরাঁ নাকি সবথেকে ভাল।