আজকাল ওয়েবডেস্ক: এয়ারটেলের পর এবার একই কাজ করল রিলায়েন্স গোষ্ঠী। তারাও এবার ইলন মাস্কের স্পেস এক্স-এর সঙ্গে হাত মিলিয়ে নিল। ফলে স্টারলিঙ্কের স্যাটেলাইট এবার সুবিধা দেবে রিলায়েন্সকেও।
প্রথমে এয়ারটেল এই পদক্ষেপটি গ্রহণ করেছিল। তবে এবার দেরি না করে এবার সেই পথে পা দিল রিলায়েন্স গোষ্ঠীও। স্পেস এক্স-এর সঙ্গে রিলায়েন্সের যে চুক্তি হয়েছে সেখানেও তারা স্পেস এক্স তাদের সমস্ত সামগ্রী রিলায়েন্সকে বিক্রি করতে পারবে। রিলায়েন্সের সমস্ত আউটলেট থেকেই এই সামগ্রী পাওয়া যাবে।
এই সময় ভারতের মাটিতে এয়ারটেল এবং রিলায়েন্স এই দুটি প্রতিষ্ঠানই ইন্টারনেট এবং মোবাইল সিমের দৌড়ে সবার আগে রয়েছে। তাই তাদের দুজনের সঙ্গেই চুক্তি স্বাক্ষর করতে দ্বিধাবোধ করেনি ইলন মাস্কের প্রতিষ্ঠান। তাই এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গেই একই ধরণের চুক্তি করে নিল ইলন মাস্কের সংস্থাটি।
স্পেস এক্স একটি বার্তা থেকে জানিয়েছে ভারতের মাটিতে সেরা দুটি প্রতিষ্ঠানকেই তারা বেছে নিয়েছে। ফলে সেখান থেকে আগামীদিনে তারা ভারতের মাটিতে ভাল ব্যবসা করার বিষয়ে আশাবাদী। দেশের বিভিন্ন শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও এই দুই প্রতিষ্ঠানের হাত ধরে শক্তিশালী ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।
সমীক্ষা থেকে দেখা গিয়েছে ভারতের মোট ৭০০ মিলিয়ন মানুষ বর্তমানে প্রচুর ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তাদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুত্ত রয়েছে। এদের সকলকেই আগামীদিনে আরও সস্তায় এবং উন্নত ইন্টারনেট পরিষেবা দেওয়ার কাজটি করবে স্পেস এক্স।
রিলায়েন্সের পক্ষ থেকে বলা হয়েছে দেশের বিভিন্ন অংশে তাদের নেটওয়ার্ক ইতিমধ্যে ছড়িয়ে রয়েছে। এবার তারা স্পেস এক্স-কে সঙ্গে করে নিয়ে এই পরিষেবাকে আরও উন্নত করবে। দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে আধুনিক শহরের অলি গলি সর্বত্রই রিলায়েন্স এবং স্পেস এক্স একযোগে সকলকে উন্নত পরিষেবা দেবে। ফলে গোটা দেশের ইন্টার ব্যবস্থা আমূল পরিবর্তন হবে। গ্রাহকরাও এর ফলে বিরাট সুবিধা পাবেন।
