আজকাল ওয়েবডেস্ক: চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এবার আরসিবির মার্কেটিং বিভাগের প্রধান নিখিল সোসালেকে গ্রেপ্তার করল পুলিশ। এমনকি চিন্নাস্বামী স্টেডিয়ামের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ‘ইভেন্ট ফার্মের’ আধিকারিকদেরও গ্রেপ্তার করা হয়েছে।
বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথে গ্রেপ্তার হন নিখিল। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে শুক্রবার সকালে তাঁকে পাকড়াও করে পুলিশ। এছাড়া, গত ৪ জুন আরসিবির বিজয়োৎসব আয়োজনের দায়িত্বে থাকা ‘ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কস প্রাইভেট লিমিটেডের’ তিন জন আধিকারিককেও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আরসিবি ছাড়াও কর্নাটকের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। বেঙ্গালুরুর কব্বন পার্ক থানার পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে। সেই থানাতেই ওই ‘ইভেন্ট ফার্মের’ তিন জন আধিকারিক কিরণ, সুমন্ত এবং সুনীল ম্যাথিউকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
এদিকে, পদপিষ্টের ঘটনায় বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এছাড়া সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের একাধিক শীর্ষকর্তাকে। সেই তালিকায় রয়েছেন কব্বন পার্ক থানার ইনস্পেক্টর, স্টেশন হাউস অফিসার, স্টেশন হাউস মাস্টার, সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি, সহকারী পুলিশ কমিশনার এবং ক্রিকেট স্টেডিয়ামের ইনচার্জ। কেএসসিএ–র সেক্রেটারি এবং কোষাধ্যক্ষকেও জেরা করতে পারে পুলিশ। পুলিশ তাঁদের বাড়িতে হানা দিলেও সন্ধান পায়নি। ঘটনার পর থেকেই পলাতক তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার সিআইডির হাতে দেওয়া হয়েছে। বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্নাটক সরকার।
