আজকাল ওয়েবডেস্ক: বাজারে আসতে চলেছে ৫০ টাকার নতুন নোট। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। সেখানে গভর্নর হিসাবে সই থাকবে সঞ্জয় মালহোত্রার। তিনি ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে আরবিআই গভর্নর হিসাবে দায়িত্ব নিয়েছেন। এতদিন পর্যন্ত আরবিআই গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস। তিনি নিজের কাজের সময় শেষ হওয়ার পরও বেশ কিছুদিন ধরে অতিরিক্ত দায়িত্বভার বহন করেছিলেন।


আরবিআই জানিয়েছে নতুন এই নোটগুলি আগের ৫০ টাকার নোটের মতোই হবে। সেখানেও মহাত্মা গান্ধীর ছবি থাকবে। নতুন নোট বাজারে আসার পরও এতদিন ধরে বাজারে চলা পুরোনো ৫০ টাকার নোটগুলি বৈধ থাকবে। সেগুলি দিয়ে এতদিন যেমন কাজ করেছেন সকলে তেমনই করতে পারবেন। সেখানে কোনও সমস্যা হবে না। 


৫৬ বছরের সঞ্জয় মালহোত্রা গত বছর থেকেই আরবিআই গভর্নর পদে দায়িত্ব নিয়েছেন। তিনি আগামী ৩ বছর ধরে এই পদে থাকবেন। তার আগে শক্তিকান্ত দাস টানা ৬ বছর ধরে আরবিআই গভর্নর হিসাবে কাজ করেছেন। সঞ্জয় মালহোত্রা এর আগে রেভিনিউ সেক্রেটারি হিসাবে কাজ করেছেন। সেখানে তিনি নিজের কাজ দায়িত্ব সহকারে করেছেন। এরপর তাকে নতুন এই পদ দেওয়া হয়েছে। 

 


নতুন ৫০ টাকার নোটের খবর সামনে আসতেই পুরোনো ৫০ টাকার নোট নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। নতুন নোট বাজারে আসার পর পুরোনো নোট বাতিল হয়ে যাবে কিনা তা নিয়ে বহু মহলে উঠেছিল প্রশ্ন। সেখানে আবার সমস্ত পুরোনো ৫০ টাকার নোট ফের ব্যাঙ্কে জমা দিতে হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। 


তবে সমস্ত কিছুর অবসান ঘটিয়ে আরবিআই জানিয়ে দিয়েছে নতুন ৫০ টাকার নোট এলেও পুরোনো সমস্ত ৫০ টাকার নোট যেমন বৈধ ছিল তেমনই থাকবে। সেখানে কোনও সমস্যা হবে না। বাজারে নতুন ৫০ টাকার নোটে সবকিছু আগের মতোই থাকবে শুধু সেখানে নতুন গভর্নর হিসাবে সঞ্জয় মালহোত্রার নামের সই থাকবে। এর বেশি নতুন কিছুই থাকবে না।