আজকাল ওয়েবডেস্ক: জলহস্তীর আক্রমণে মৃত্যু হল রাঁচির ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্কের এক কেয়ারটেকারের। রবিবার এই ঘটনায় রীতিমত বিক্ষোভ শুরু হয় চিড়িয়াখানা চত্বরে। জানা গিয়েছে, সন্তোষ কুমার মাহাতো নামে পরিচিত ওই কেয়ারটেকার রবিবার জলহস্তীর ঘরে গিয়েছিলেন। তখনই ওই জলহস্তী আক্রমণ করে সন্তোষকে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিড়িয়াখানার ডিরেক্টর জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। ঘটনার সময় কেয়ারটেকার যেহেতু দায়িত্ব পালন করছিলেন সে কারণে চিড়িয়াখানা কর্তৃপক্ষ 20 লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠাবে।
এছাড়াও, বন্য প্রাণীর আক্রমণে মৃত্যুর কারণে আইন অনুযায়ী 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে মৃতের পরিবার। তিনি বলেন, "চিড়িয়াখানা কর্তৃপক্ষ হাসপাতালের খরচ বহন করেছে। আমরা তার পরিবারের একজন সদস্যের জন্য চাকরির চেষ্টা করব।" ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অন্যান্য কেয়ারটেকাররা মূল ফটক অবরোধ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিড়িয়াখানার ডিরেক্টর জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। ঘটনার সময় কেয়ারটেকার যেহেতু দায়িত্ব পালন করছিলেন সে কারণে চিড়িয়াখানা কর্তৃপক্ষ 20 লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠাবে।
এছাড়াও, বন্য প্রাণীর আক্রমণে মৃত্যুর কারণে আইন অনুযায়ী 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে মৃতের পরিবার। তিনি বলেন, "চিড়িয়াখানা কর্তৃপক্ষ হাসপাতালের খরচ বহন করেছে। আমরা তার পরিবারের একজন সদস্যের জন্য চাকরির চেষ্টা করব।" ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অন্যান্য কেয়ারটেকাররা মূল ফটক অবরোধ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
