আজকাল ওয়েবডেস্ক: ফের বিতর্কিত “শরবত জিহাদ” মন্তব্য  করার কারণে যোগগুরু বাবা রামদেবকে তীব্র ভর্ৎসনা করল দিল্লি হাই কোর্ট। আদালতের পূর্ব নির্দেশ থাকা সত্ত্বেও একটি নতুন ভিডিওতে রামদেব একই মন্তব্য ফের করেছেন বলে অভিযোগ উঠেছে। আদালত একে প্রাথমিকভাবে আদালত অবমাননার শামিল বলে মনে করছে।

হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশনের দায়ের করা মামলায় রামদেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি পতঞ্জলির "গুলাব শরবত" প্রচারের সময় রূহ আফজা-র নাম না করে বলেন, "এই শরবতের টাকা মাদ্রাসা ও মসজিদ তৈরিতে খরচ হয়।" তিনি একে “শরবত জিহাদ” বলেও আখ্যা দেন।

আদালত পূর্বে রামদেবকে সমস্ত বিতর্কিত ভিডিও এবং মন্তব্য মুছে ফেলার নির্দেশ দিয়েছিল এবং ভবিষ্যতে এমন মন্তব্য না করার জন্য একটি হলফনামাও চেয়েছিল। কিন্তু বৃহস্পতিবার হামদর্দের আইনজীবী জানান, নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রামদেব আবার একই কথা বলছেন।

জাস্টিস অমিত বংশাল বলেন, “ওনার ওপর কারো নিয়ন্ত্রণ নেই। উনি নিজের জগতে থাকেন।” আদালত জানিয়েছে, আদালতের নির্দেশ অমান্য করায় রামদেবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হবে।

রামদেবের আইনজীবী আদালতে জানান, সমস্ত বিতর্কিত ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক মাধ্যমে থেকে মুছে ফেলা হবে।

হামদর্দের পক্ষে প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি বলেন, “এটা কেবল পণ্যের অবমূল্যায়ন নয়, বরং একপ্রকার ঘৃণাত্মক ভাষণ, যা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে।”

এই মামলার শুনানি শুক্রবার আবার হবে।