আজকাল ওয়েবডেস্ক: এতদিন ধরে অযোধ্যাতে ছিলেন ভগবান রাম। এবার থেকে শুরু হবে তার দরবার। যারা অযোধ্যা যাবেন তারা এবার রামের দরবার দেখতে পারবেন।


৬ জুন অযোধ্যার মাথায় যুক্ত হবে নতুন পালক। এবার থেকে সেখানে ভগবান রাম একা থাকবে না। তার সঙ্গে থাকবে তার দরবার। মন্দির কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, এবার থেকে অযোধ্যাতে শুরু হবে রামের দরবার। ২০২০ সাল থেকে যে রাম মন্দিরের কাজ শুরু হয়েছিল তা এবার শেষ হবে। ২০২৪ সালে রাম মন্দির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে এখানে ভক্তদের ঢল নেমেছে। দেশের গন্ডি পার হয়ে বিদেশীরাও এখানে এসে ভিড় করেছেন।


তবে এবার রামের দরবার শুরু হলে সেটা বাড়তি একটি পালক যুক্ত হবে বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ। সেখানে নতুন করে মন্দিরের একতলায় একটি দরবার তৈরি করা হবে। সেখানে রামের সঙ্গে থাকবেন ভাই লক্ষণ, পত্নী সীতা এবং তার সভার অন্য সদস্যরা। 


যোগী সরকারের সক্রিয় তত্ত্বাবধানে রাম মন্দিরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বর্তমানে এটির কাজ প্রায় শেষের মুখে। মন্দিরের প্রথম তলায় রাম দরবার স্থাপন করা হবে, যেখানে পরকোটের মধ্যে নির্মিত ছয়টি অতিরিক্ত মন্দিরে সূর্য, ভগবতী, অন্নপূর্ণা, শিবলিঙ্গ, গণপতি এবং হনুমানের মূর্তি স্থাপন করা হবে। এছাড়াও, শেষাবতার মন্দিরে লক্ষ্মণের একটি মূর্তি স্থাপন করা হবে।


জানা গিয়েছে, এরপর শেষাবতার মন্দিরের কাজ শুরু হবে। যার জন্য বর্তমানে স্থাপিত টাওয়ার ক্রেনগুলি সরাতে হবে। সেগুলি সরানোর পরেই মন্দিরের প্রাচীরের উত্তর ও দক্ষিণ অংশের নির্মাণ কাজ শুরু হবে। 


চারটি বিশাল প্রবেশদ্বার নির্মিত হচ্ছে—উত্তর দ্বার, ক্রসিং-১১ দ্বার, ক্রসিং-৩ দ্বার এবং রাম জন্মভূমির প্রধান প্রবেশদ্বার। এই দ্বারগুলির নামকরণ করা হবে রামানুজাচার্য, শঙ্করাচার্য, মধ্বাচার্য এবং রামানন্দাচার্যের মতো ভারতের মহান আধ্যাত্মিক ঐতিহ্যের নামে, যা ভারতের আধ্যাত্মিক ঐক্যকে প্রতীকায়িত করবে।