আজকাল  ওয়েবডেস্কঃ  পুলিশ কর্মীর নাচ দেখে অবাক নেটদুনিয়া।  ভাইরাল ভিডিওর জেরে কাঁপছে সোশ্যাল মিডিয়া। ওই পুলিশ কর্মী রাজস্থানের বলেই খবর। 

পুলিশ কর্মী বলে কী  শখ আহ্লাদ থাকবে না! সারাদিন ডিউটি পালন করেই যাবেন। একদমই তা নয় এমনটাই প্রমাণ করে দিলেন রাজস্থানের ওই পুলিশ কর্মী। 

সম্প্রতি ভাইরাল হওয়া  একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে  হিন্দি গানে তাল মেলাচ্ছেন এক মহিলা পুলিশ কর্মী।  নাচ দেখে মুগ্ধ হয়ে তাঁর সহকর্মীরাও  হাততালি দিচ্ছেন। দর্শকদের থেকে বাহবা পেয়ে মহিলা যেন আরও  উৎসাহ পেলেন। জানা গিয়েছে, রাজস্থান পুলিশের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে নাচ করছিলেন ওই মহিলা। 

ভিডিওটি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে  ক্রমশই বেড়ে যাচ্ছে লাইক ভিউয়ের সংখ্যা।  মহিলা পুলিশ কর্মীর নাচ নজর কেড়েছে নেটিজেনদের।

 

?ref_src=twsrc%5Etfw">April 17, 2025