আজকাল ওয়েবডেস্ক : প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলওয়ে-এর মাধ্যমে ভ্রমণ করেন। রেলওয়ে যাত্রীদের সব ধরনের প্রয়োজন মেটানোর জন্য সর্বোত্তম চেষ্টা করে, বিশেষ করে শিশু ও প্রবীণ নাগরিকদের। প্রবীণ নাগরিকদের আরামদায়ক ভ্রমণের জন্য রেলওয়ে লোয়ার বার্থ সহ বিভিন্ন সুবিধা প্রদান করে।
অনেক যাত্রী প্রবীণ নাগরিকদের জন্য লোয়ার বার্থ পছন্দ করেন, বিশেষত চলাফেরায় সমস্যার কারণে। তবে, লোয়ার বার্থ নিশ্চিত পেতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়।
সাধারণ কোটায় টিকিট বুক করলে লোয়ার বার্থ শুধুমাত্র আসন খালি থাকলে বরাদ্দ করা হয়। এটি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে চলে এবং আসন বরাদ্দ প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ নেই।
লোয়ার বার্থ নিশ্চিত করতে আপনি রিজার্ভেশন চয়েস অপশন ব্যবহার করতে পারেন। টিকিট বুক করার সময় “লোয়ার বার্থ বরাদ্দ হলে তবেই বুকিং করুন” বিকল্পটি নির্বাচন করুন। এর ফলে, লোয়ার বার্থ না পাওয়া পর্যন্ত টিকিট নিশ্চিত হবে না।
বুকিংয়ের সময় যদি লোয়ার বার্থ না পান, তবে ট্রেনে উঠে ট্রেন টিকিট এক্সামিনার-এর কাছে অনুরোধ করতে পারেন। যদি লোয়ার বার্থ খালি থাকে, তবে টিটিই সেটি আপনাকে বরাদ্দ করতে পারেন।
সম্প্রতি, একজন যাত্রী সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানান যে তার প্রবীণ আত্মীয়, যিনি পায়ে সমস্যার কারণে লোয়ার বার্থ চেয়েছিলেন, তবুও তাকে আপার বার্থ দেওয়া হয়। এর উত্তরে, রেল জানিয়েছে যে সাধারণ কোটায় আসন বরাদ্দ স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়ে থাকে এবং এটি শুধুমাত্র আসন খালি থাকলে হয়। লোয়ার বার্থ নিশ্চিত করতে যাত্রীদের রিজার্ভেশন চয়েস অপশন ব্যবহার করতে বা ট্রেনে টিটিইর সাহায্য নিতে হবে।
এই নিয়ম মেনে চললে প্রবীণ নাগরিকরা আরও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন এবং একটি ঝামেলামুক্ত যাত্রার অভিজ্ঞতা উপভোগ করবেন।
