আজকাল ওয়েবডেস্ক:  রেলের এক কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নয়া দিল্লিতে। ওই রেলকর্মী নাকি ১১ বছরের একটি শিশুকন্যার শ্লীলতাহানি করেছেন বলেই অভিযোগ উঠছে। এরপরই শিশুর পরিবার এবং রেলযাত্রীরা তাঁকে গণধোলাই দেয়।

 

মারের চোটে জ্ঞান হারায় অভিযুক্ত রেলকর্মী। অভিযোগ গ্রুপ ডি-র ওই কর্মী রাতের বেলা শ্লীলতাহানি করে ওই শিশুকন্যাকে। মেয়েটির মা বাথরুমে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে আসতেই মেয়েটি কাঁদতে কাঁদতে তাঁকে জড়িয়ে ধরে। গোটা ঘটনাটি খুলে বলে তাঁর মাকে। এরপরই পরিবারের বাকি লোক এবং রেলযাত্রীরা ধরে ফেলে ওই রেলকর্মীকে। চলে বেদম প্রহার।

 

এরপর আসিফগড় জংশনে রেল পৌঁছলে আরপিএফের কাছে অভিযোগ দায়ের করে পরিবার। হাসপাতালে পাঠানো হয় রেলকর্মীকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাতের দিকে রেলে কামরায় কোনও আরপিএফ ছিল না বলেও অভিযোগ দায়ের করেছে ওই পরিবার।

 

ঘটনার তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ। অন্য রেলযাত্রীদের অভিযোগ, রাতের দিকে রেলের কামরায় কেন কোনও আরপিএফ ছিল না। যদি রাতের দিকে কোনও দুষ্কৃতী হামলা হয় তবে যাত্রীদের সুরক্ষা থাকবে না বলেও অভিযোগ করেন যাত্রীরা।