আজকাল ওয়েবডেস্ক: মুম্বাইয়ের বোরিভালি স্টেশন। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে চরম বিপাকে মহিলা যাত্রী। তবে বিষয়টি নজরে আসায় তড়িঘড়ি ওই  মহিলা যাত্রীকে রক্ষা করেছেন রেল পুলিশের (আরপিএফ) এক কর্মী। পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আরপিএফ সাহায্যের জন্য এগিয়ে না এলে বড়সড় অঘটন ঘটে যেতে পারত। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন আরপিএফ ট্রেন থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া এক মহিলা যাত্রীর জীবন বাঁচাচ্ছেন। রবিবার রেল মন্ত্রকের তরফে শেয়ার করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুম্বইয়ের বোরিভালি স্টেশনে ট্রেন থেকে নামার চেষ্টা করছেন ওই মহিলা যাত্রী। কিন্তু আচমকাই তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানে ফাঁকা জায়গায় পড়ে যান এবং আটকে পড়েন।  অনেক চেষ্টা করলেও সেখান থেকে কিছুতেই উঠে আসতে পারছিলেন না। এরপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রেলওয়ে কর্মীরা দ্রুত মহিলাকে উদ্ধারের জন্য ছুটে যান এবং মহিলাকে টেনে বের করেন। 

বিষয়টি সামনে আসতেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। সমস্ত যাত্রীদের সতর্ক করে জানানো হয়েছে যে, 'দয়া করে কোন যাত্রীই যেন চলন্ত ট্রেনে ওঠার বা নামার চেষ্টা না করেন।' 

?ref_src=twsrc%5Etfw">March 9, 2025

 

ভিডিও ছড়িয়ে পড়তেই ওই রেল পুলিশ কর্মীর উদ্যোগকে প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকেই দাবি করেছেন যে, ওই আরপিএফ কর্মীকে দ্রুত যেন পুরস্কৃত করা উচিত। একজন লিখেছেন, এই ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রেনগুলিতে স্বয়ংক্রিয় দরজা বসানো হোক।