আজকাল ওয়েবডেস্ক:  রায়বরেলি এবং ওয়েনাড থেকে ভোটে লড়ার জন্য কংগ্রেস রাহুল গান্ধীকে ১ কোটি ৪০ লক্ষ টাকা দিয়েছে। এই খতিয়ান পেশ করেছে ভারতের নির্বাচন কমিশন। দুটি আসনে লড়ার জন্য রাহুল গান্ধীকে প্রতিটি আসনপিছু ৭০ লক্ষ টাকা করে দিয়েছে হাত শিবির।

 

কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংকে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়াই করার জন্য কংগ্রেস দিয়েছে ৮৭ লক্ষ টাকা। যদিও বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতের কাছে তিনি পরাজিত হন। এছাড়া কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মাকে দেওয়া হয়েছিল ৭০ লক্ষ টাকা। কিশোরী লাল শর্মা বিজেপি প্রার্থী স্মৃতি ইরানিকে পরাজিত করেন। পাশাপাশি কে সি বেনুগোপাল, মানিকরাম ঠাকুরকেও ৭০ লক্ষ টাকা দিয়েছে কংগ্রেস শিবির।

 

 গুলবার্গের কংগ্রেস প্রার্থী কর্ণাটকা রাধাকৃষ্ণা এবং পাঞ্জাবের প্রার্থী বিজয় ইন্দ্র সিংলাকেও ৭০ লক্ষ টাকা দিয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী রায়বরেলি এবং ওয়েনাড দুটি আসন থেকেই লোকসভা ভোটে জয়লাভ করেন। দল লোকসভা ভোটে মোট ৯৯ টি আসন লাভ করে। সংসদে বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নেন রাহুল গান্ধী। চলতি বছরের লোকসভা নির্বাচন সাতটি দফায় হয়েছিল। ফল ঘোষণা হয় ৪ জুন। লোকসভা ভোটে কংগ্রেস মোট কত টাকা খরচ করেছিল তার হিসাব নির্বাচন কমিশনকে দিয়েছে কংগ্রেস শিবির।