আজকাল ওয়েবডেস্ক : নিজের এক মাসের মাইনে ওয়েনাডে দান করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে এই কথা তিনি লেখেন। রাহুল জানিয়েছে, যেভাবে এই এলাকায় প্রকৃতি নিজের রোষ চালিয়েছে তারপর সেখান থেকে ঘুরে দাঁড়ানোই প্রধান কাজ। যদিও এই অর্থ খুব সামান্য। কিন্তু আরও সবাই যদি হাতে হাত দিয়ে কাজ করে তাহলে এই অবস্থা থেকে মুক্তি পাবে ওয়েনাড। 

 

মুখ্যমন্ত্রী পিরানাই বিজয়ন জানিয়েছেন, ফের নতুন করে ছন্দ ফিরে পেল ওয়েনাড। তাই সকলকে অভিনন্দন। প্রকৃতির রোষে জীবনহানি ঘটেছে তবে সবকিছুকে পিছনে ফেলে ফের এগিয়ে যেতে হবে। জোর ধাক্কা খেয়েছে এখানকার পর্যটন ব্যবসা। তবে এখানেই শেষ নয়। এর আগেও বহু ধস দেখেছে ওয়েনাড। ২০২১ সালে বহু মানুষ ধসের কারণে মৃত্যুবরণ করেছিল। সেবারে কেরালার কোয়াট্টাম এবং ইধুকি জেলায় ধসের ঘটনা ঘটে। ২০১৮ সালে কেরালার বন্যার কথা নিশ্চয় সকলের মনে রয়েছে সেবার ৪০০ মানুষের মৃত্যু ঘটেছিল।

 

বিশেষজ্ঞরা মনে করছেন ওয়েনাডের এই দুর্ঘটনা খানিকটা মানুষের তৈরি। তাই এখন পর্যটন ব্যবসা ধাক্কা খাবে সেটাই তো স্বাভাবিক। যেভাবে পর্যটনকে ঘিরে এখানকার রিসর্ট এবং হোটেল ব্যবসা মার খেয়েছে তা নিয়ে এখন চিন্তা করে লাভ নেই। প্রকৃতির আপন দেশে তার প্রতিশোধ নিয়েছে খোদ প্রকৃতি। অন্য একটি সূত্র থেকে দেখা গিয়েছে কেরালায় অতিরিক্ত পর্যটকদের আনাগোনা এই ধসের আরও একটি কারণ। যেভাবে এখানে মানুষ ভিড় জমিয়েছে তা প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছে। তারফলেই এই ধসের ঘটনা।