আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্কের মধ্যেই হুল্লোড়ে মেতে কর্মীরা। আড্ডা দিতে দিতেই চলছে দেদার মদ্যপান। কোনও সিনেমার দৃশ্য এটি নয়। খাস যোগীরাজ্যে একটি ব্যাঙ্কের ভিতরের ভিডিও ছড়িয়েছে পড়তেই, শোরগোল গোটা দেশে। যা দেখেই চমকে উঠেছেন নেটিজেনরা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বরেলিতে। সম্প্রতি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, একটি ব্যাঙ্কের মধ্যে টেবিলের উপর রয়েছে মদের বোতল, গ্লাস। কয়েকটি গ্লাসে মদ ঢালাও রয়েছে। এর পাশেই রয়েছে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ নথিপত্র। 

জানা গেছে, রায়বরেলির জেলা সমবায় ব্যাঙ্কেই ঘটনাটি ঘটেছে। ভিডিওটি ওই ব্যাঙ্কের এক কর্মী লুকিয়ে লুকিয়ে করেছিলেন। একটি ঘরের মধ্যে একজনকে বসেও থাকতে দেখা গেছে। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে যাওয়ার পরেই, যে ঘরে বসে মদ্যপান করা হচ্ছিল, সেই ঘরের ভিডিও তোলেন। যা থেকে স্পষ্ট, ব্যাঙ্কের কাজ ফেলেই মদ্যপান করছিলেন কর্মীরা। সেই ব্যাঙ্কের মধ্যে নিয়মিত বসে মদের ঠেক! 

যদিও পুলিশ এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। ঘটনার ভিডিওটি দেখে একজন লিখেছেন, 'এই হচ্ছে উত্তরপ্রদেশ! এখানে সব সম্ভব!' আরেকজন লিখেছেন, 'ব্যাঙ্কে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সাধারণ মানুষ অপেক্ষা করেন। আর এরা কাজের অজুহাতে মদ্যপান করেন! কড়া শাস্তি হওয়া উচিত।'