আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের গোধরাতে চরম শাস্তির নজির। দোকানে চুরির অভিযোগে এক ব্যক্তিকে গাড়ির সামনে বেঁধে ঘোরান হল গোটা বাজার। সামাজিক মাধ্যমে যে ছবি ইতিমধ্যেই ভাইরাল। অভিযুক্তের নাম কিশোর ভাবরি। তাঁকে গাড়ির সামনে বেঁধে গোটা বাজার ঘোরান হয়।
অভিযক্তের দাবি, দোকানে গিয়ে কয়েকটি জিনিস কেনার পর সে সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই দোকানদার তাঁকে জানায় যে সে সেগুলির দাম দেয়নি। এরপরই দোকানদারকে ৫০০ টাকা দেয় সে। কিন্তু এরপরও তাঁকে চরম অপমানের শিকার হতে হয়।
অন্যদিকে দোকান মালিকের অভিযোগ, ভাবরি তাঁর দোকান থেকে সামগ্রী চুরি করছিল। সেই সময় দোকানের অ্যালার্ম বেজে ওঠে। এরপরই আশেপাশের মানুষরা তাঁকে ধরে ফেলে। এরপর তাঁকে গাড়ির সামনে বেঁধে রেখে গোটা বাজার ঘোরান হয়। এই ঘটনার পর একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষই। পুলিশ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। শুরু হয়েছে তদন্ত।
