আজকাল ওয়েবডেস্ক : যেদিন থেকে মোবাইল মানুষের হাতে এসেছে সেদিন থেকে বিপদ শুরু। দিন নেই, রাত নেই শুধু ছবি আর সেলফি তোলার নেশা যেন পেয়ে বসেছে। ফলে যা হবার তাই।

মহারাষ্ট্রে বোরানে ঘাটে সেলফি তুলতে গিয়ে ৬০ ফুটের খাদে পড়ে গেল এক তরুণী। কপাল ভাল ছিল তাঁকে সেখান থেকে উদ্ধার করে হোম গার্ড এবং স্থানীয় বাসিন্দারা। হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই তরুণীকে। তার অবস্থা আশঙ্কাজনক। এই এলাকায় পর্যটক নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। তবে কেউ যদি কথা না শোনে তাহলে কী করার আছে।

জানা গিয়েছে এখানে বিগত কয়েকদিন ভারী বৃষ্টি হয়েছে। পা হড়কে ওই তরুণী পড়ে যায়। তার সঙ্গীরা জানিয়েছে সেলফি তোলার সময় এই বিপদ ঘটেছে। সামনে একটি জলপ্রপাত ছিল। সেটা রেখে সেলফি তুলতে গিয়ে পড়ে যায় ওই তরুণী। সামাজিক মাধ্যমে সেলফি তোলার হিড়িক যে অনেক সময় বিপদ ডেকে নিয়ে আসে এটা তার প্রমাণ। নিজেকে নিয়ে মানুষের ব্যস্ততা এতটাই যে তার চারদিকে কী ঘটছে তা নিয়ে সে চিন্তিত নয়। এই ঘটনা ফের সেটাই আবার প্রমাণ করে দিল।