আজকাল ওয়েবডেস্ক: স্কুলে চলছিল গুড টাচ, ব্যাড টাচের ক্লাস। এরপরই বিপত্তি। ১১ বছরের মেয়ের শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলের ভিতরেই। ঘটনাটি ঘটেছে পুনের খাদাকওয়াসলায়। ৬৭ বছরের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, স্কুলে একটি ওয়ার্কশপ করা হচ্ছিল।

 

 সেখানেই গুড টাচ, ব্যাড টাচ নিয়ে ক্লাস চলছিল। স্কুলের ছাত্রীরা যাতে এই বিষয়গুলি সম্পর্কে অবহিত হতে পারে সেজন্যেই এই ক্লাস করা হচ্ছিল। তবে এরপরই পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ওই ছাত্রীর বয়ান অনুসারে ৬৭ বছরের ওই ব্যক্তি তাঁকে মিষ্টির লোভ দেখায়। এরপরই তাঁকে শ্লীলতাহানি করে।

 

 সময় নষ্ট না করে স্কুলের শিক্ষকরা বিষয়টি প্রিন্সিপলকে জানায়। ডাকা হয় ওই ছাত্রীর পরিবারকে। খবর দেওয়া হয় পুলিশকে। তাঁরা দ্রুত সেখানে এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুল চত্বরে কীভাবে এই ধরণের একটি ঘটনা হল তার উপযুক্ত তদন্তের দাবি করেছে স্কুলের অভিভাবকরা।