আজকাল ওয়েবডেস্ক: গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবে ভারতের অনুপস্থিতি নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র শনিবার (১৪ জুন) একে “লজ্জাজনক” ও “হতাশাজনক” বলে মন্তব্য করেন। 'এক্স'-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “যেখানে ৬০,০০০ মানুষ নিহত হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু, এবং গোটা গাজাবাসীকে না খাইয়ে মেরে ফেলা হচ্ছে, সেখানে ভারত কোনো অবস্থান না নিয়ে মৌন রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, ভারত শুধু নীরব নয়, বরং ইজরায়েলের ইরান আক্রমণ এবং সেখানকার নেতাদের হত্যাকাণ্ডকে কার্যত সমর্থন করছে। প্রিয়াঙ্কা বলেন, “এটি আমাদের উপনিবেশ-বিরোধী উত্তরাধিকারের এক করুণ পরিণতি। এটি আমাদের সংবিধান এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শের পরিপন্থী।”
তিনি জোর দিয়ে বলেন, “সত্য ও অহিংসার পক্ষে নির্ভীকভাবে দাঁড়ানো এখন সময়ের দাবি। অতীতে ভারত এই সাহস দেখিয়েছে। আজও বিশ্বে নেতৃত্ব দিতে হলে সেই মানবিক কণ্ঠস্বর ফিরিয়ে আনতে হবে।”
