আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস-সহ বিরোধীদলগুলিকে ফের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার থেকে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। তার আগে সংসদের বাইরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “জনগণের কাছে বার বার প্রত্যাখ্যাত হওয়ার পরেও কেউ কেউ সংসদ এবং গণতন্ত্রের অপমান করছেন।“
সোমবার বিরোধীদের আক্রমণ করে মোদি বলেন, “কয়েক জন সংসদে হাঙ্গামা করছেন। নতুন সাংসদদের বলার অধিকার কেড়ে নিচ্ছেন। জনগণ সব কিছুর হিসাব রাখছেন। সময় মতো জবাব দেবে। জনগণের কাছে তারা (বিরোধীরা) বার বার প্রত্যাখ্যাত হওয়ার পরেও সংসদের শান্তিপূর্ণ আলোচনা করতে দিচ্ছেন না। জনগণের স্বার্থে কিছু বলেন না বিরোধীরা।“ এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, “গণতন্ত্রের শর্তই হল মানুষের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাব। তাঁদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা দিন রাত কাজ করে যাব। আশা করছি অধিবেশনে সুস্থ আলোচনা হবে।“
কয়েক জন সাংসদের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিরোধী সাংসদদের কেউ কেউ দায়িত্বশীল আচরণ করেন। চেষ্টা করেন যাতে সংসদের কাজ মসৃণ ভাবে পরিচালিত হয়। কিন্তু তাঁদের সঙ্গীরা সেই কাজে ব্যাঘাত ঘটান।“ রাজনৈতিক মহলের একাংশের মতে, অধিবেশন শুরুর আগে বিরোধী ঐক্যে ফাটল ধরাতে প্রধানমন্ত্রীর এই বক্তব্য।
আগামী এক মাস ধরে চলবে শীতকালীন অধিবেশন। ওয়াকফ বিল, আদানি ঘুষ-কাণ্ড এবং মণিপুর হিংসা এই তিন বিষয়ে সরকারকে চেপে ধরা পরিকল্পনা করেছেন বিরোধীরা। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয়ের পর বেশ কিছুটা চনমনে বিজেপি এবং এনডিএ শিবির। এই অধিবেশন প্রায় ১৬টি বিল পাশ করাতে পারে কেন্দ্র। এর মধ্যে অন্যতম ‘এক দেশ এক ভোট’ এবং ওয়াকফ বিল।
