আজকাল ওয়েবডেস্ক: সহকর্মী মহিলা পুলিশ ইন্সপেক্টর অশ্বিনী বিদ্রে-গোরেকে নির্মমভাবে হত্যা করার অপরাধে মহারাষ্ট্রের এক আদালত অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর অভয় কুরুন্ডকরকে সোমবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত কুরুন্ডকর এই হত্যা মামলায় আগে থেকেই দোষী সাব্যস্ত হয়েছিলেন। এদিন সাজা ঘোষণা করল আদালত।

পানভেলের সেশন কোর্টের বিচারপতি কে আর পালদেওয়ার রায় দেওয়ার সময় জানান, মহারাষ্ট্র সরকারের পক্ষে সরকারি উকিল দোষীর মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছিলেন। কিন্তু মৃত্যুদণ্ড আরোপ করার জন্য কিছু মানদণ্ড রয়েছে যা এই মামলায় পুরোপুরি প্রযোজ্য নয়। জানা গিয়েছে, অশ্বিনী বিদ্রে-গোরে ২০০৫ সালে রাজু গোরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাজু পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার, সমাজকর্মী ও কৃষক। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে।

কিন্তু স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক ভাল না হওয়ায় অশ্বিনী আলাদা বসবাস করতেন। অভিযোগ ওঠে, ওই পুলিশকর্মী কুরুন্ডকর বিবাহিত হলেও অশ্বিনীর সঙ্গে তার সম্পর্ক ছিল। অশ্বিনীর কুরুন্ডকরকে বিয়ে করার জন্য চাপ দেওয়া থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে। ২০১৬ সালের ১১ই এপ্রিল, অশ্বিনী নিখোঁজ হন। তিনি তখন নভি মুম্বই পুলিশের মানবাধিকার শাখায় কর্মরত। অভিযোগ, কুরুন্ডকর অশ্বিনীকে শ্বাসরোধ করে হত্যা করার পর তাঁর দেহ টুকরো টুকরো করে একটি ট্রাঙ্ক ও বস্তায় ভরে ফেলে দেন। তাঁর মৃতদেহ উদ্ধার করা যায়নি। গোটা মামলাটি তৈরি হয় প্রমাণের উপর ভিত্তি করে। তবে আদালতের রায়ে সন্তুষ্ট হয়েছে মৃতের পরিবারও।